উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

উত্তরবঙ্গের দুর্যোগ পরিস্থিতির মোকাবিলায় বিশেষ দল গঠন করল নবান্ন

June 5, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪১: উত্তরবঙ্গে দুর্যোগ পরিস্থিতির মোকাবিলায় নবান্নের তরফে গঠন করা হল বিশেষ দল। আইএএস অফিসার-সহ সিনিয়র ইঞ্জিনিয়ারদের নিয়ে মোট ৮ সদস্যের এই দল গঠন করা হয়েছে। এর নেতৃত্বে রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব দুশান্ত নারিয়ালা। দলে রয়েছেন কৃষি দপ্তরের সচিব ওঙ্কার সিং মিনা, পঞ্চায়েত সচিব পি উলগানাথান, স্বাস্থ্য দপ্তরের সচিব শুভাঞ্জন দাস এবং পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন সংস্থার ডিরেক্টর (এইচআর) অভিজিৎ লাটুয়া। এছাড়াও, জনস্বাস্থ্য কারিগরি এবং সেচ দপ্তরের উত্তরবঙ্গ অঞ্চলের তিনজন চিফ ইঞ্জিনিয়ারকে রাখা হয়েছে এই দলে।

উত্তরবঙ্গ ও সিকিমে টানা কয়েকদিনের ভারী বর্ষণে বিপর্যস্ত জনজীবন। তিস্তা, মহানন্দা, জলঢাকা-সহ একাধিক নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় নদী সংলগ্ন এবং নিচু এলাকাগুলিতে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। এই প্রেক্ষাপটেই বুধবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন রাজ্যের সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভূঁইয়া।

নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সকালে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে শীর্ষ আধিকারিকদের থেকে বিশদে রিপোর্ট চেয়ে পাঠান। একইসঙ্গে সমস্ত বিভাগকে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করার নির্দেশ দেন। তাঁর নির্দেশেই দ্রুত এই টিম গঠনের পর উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হয়েছেন সদস্যরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#North Bengal, #Nabanna, #Disaster, #special team

আরো দেখুন