খেলা বিভাগে ফিরে যান

Rinku Singh Marriage: সমাজবাদী সাংসদের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন ক্রিকেট তারকা রিঙ্কু সিং

June 5, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১৫: ভারতীয় ক্রিকেট খেলোয়াড় এবং কলকাতা নাইট রাইডার্সের তারকা রিঙ্কু সিং বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরজের সঙ্গে।

জানা যাচ্ছে, লখনৌয়ের একটি হোটেলে আগামী ৮ই জুন বাগদান পর্ব সারতে পারেন রিঙ্কু-প্রিয়া। কেকেআরের জন্য আইপিএল সফর আপাতত শেষ হয়ে যাওয়ায় এই সময়ের মধ্যে নিজের ব্যক্তিগত জীবন একটু গুছিয়ে নিতে চান রিঙ্কু।

প্রিয়ার পিতা তুফানি সরোজ, যিনি খোদ সমাজবাদী পার্টির বিধায়ক, কয়েক মাস আগে দুজনের মধ্যেকার সম্পর্ক স্পষ্ট করেছিলেন। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছিলেন যে রিঙ্কু এবং প্রিয়া দুজনেই তাঁদের পিতা মাতার আশীর্বাদ চেয়েছেন।

এই সময়ে সংসদও চলছে না, তাই রাজনীতির জগৎ থেকে কিছুক্ষণের ছুটি নিয়ে বিবাহপর্ব সেরে ফেলতে চাইছেন বর্তমান লোকসভায় কনিষ্ঠতম সদস্যদের মধ্যে অন্যতম প্রিয়া সরোজ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Priya Saroj, #Married, #rinku singh, #Samajwadi Party MP

আরো দেখুন