মার্কিন সেমিকন্ডাক্টর উৎপাদক সংস্থা গ্লোবাল ফাউন্ড্রিস ফ্যাব-লেস সেন্টার গড়বে বাংলায়

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি,১১:০০: বাংলায় আসছে আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর উৎপাদক সংস্থা গ্লোবাল ফাউন্ড্রিস। সল্টলেক সেক্টর ফাইভে তারা একটি ফ্যাব-লেস সেন্টার গড়ে তুলতে চলছে। সেমিকন্ডাক্টরের ডিজাইন, গবেষণা ও পরীক্ষার কাজ হবে এখানে। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য ১৩ হাজার বর্গফুট জায়গা বরাদ্দ করেছে রাজ্য সরকার। গ্লোবাল ফাউন্ড্রিসের বিনিয়োগ বাংলার প্রযুক্তি শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা রাজ্যে।
বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই উদ্যোগের বিষয়ে সাক্ষাৎ করেন কলকাতার মার্কিন কনস্যুলেট জেনারেল ক্যাথি জাইলস-ডিয়াজ। বৈঠকে রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। গ্লোবাল ফাউন্ড্রিস মূলত স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার সহ বিভিন্ন আধুনিক ডিভাইসের জন্য উন্নতমানের চিপ প্রস্তুত করে। এটি বিশ্বের অন্যতম বড় সেমিকন্ডাক্টর ডিজাইন ও ম্যানুফ্যাকচারিং কোম্পানি। সেই সংস্থাই ভারতে পা রাখার জন্য কলকাতাকে বেছে নিয়েছে। গ্লোবাল ফাউন্ড্রিস রাজ্য সরকারের কাছে আরও ১৯ হাজার বর্গফুট অতিরিক্ত জায়গার অনুরোধ করেছে। সেই প্রস্তাব এখন পর্যালোচনাধীন।
রাজ্যের শিল্প মহলের মতে, এমন একটি কোম্পানির বাংলায় আসা রাজ্যের প্রযুক্তি ক্ষেত্রে এক বড় সাফল্য। এই প্রথমবার পূর্ব ভারতের এক রাজ্য এমন হাব তৈরি হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে শুধু কলকাতা নয়, আশেপাশের জেলাগুলিতেও আর্থ-সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। গ্লোবাল ফাউন্ড্রিসের এই উদ্যোগ অর্থনৈতিকভাবেও বাংলার জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে।