রাজ্য বিভাগে ফিরে যান

WB Assembly: ‘সিঁদুর’-এ উত্তপ্ত হতে পারে বিধানসভা অধিবেশন

June 5, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১০: পশ্চিমবঙ্গ বিধানসভা (Assembly) আবার বসতে চলেছে আগামী ৯ জুন থেকে, আর এই অধিবেশন পর্ব হতে চলেছে নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, এই পর্ব প্রায় দশদিন ধরে চলবে এবং বেশ কিছু রাজনৈতিকভাবে স্পর্শকাতর ইস্যু উঠে আসবে আলোচনায়।

আজ, বৃহস্পতিবার ডাকা হয়েছে একটি সর্বদলীয় বৈঠক (All-party meeting)। তারপর বসবে বিধানসভার কার্যকারী উপদেষ্টা কমিটি (Business Advisory Committee)। কোন বিষয় নিয়ে কতক্ষণ আলোচনা হবে, তার সময়সূচি বা schedule ঠিক হবে আজকের দুই বৈঠকে।

আলোচনায় থাকবে ‘অপারেশন সিঁদুর’, সেনাবাহিনীকে সম্মান জানাতে প্রস্তাব

বিধানসভা সচিবালয় (Assembly Secretariat) সূত্রে খবর, এবার অধিবেশনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। সেনাবাহিনীর (Indian Army) ভূমিকাকে সম্মান জানিয়ে একটি বিশেষ প্রস্তাব আনা হবে বলে জানা গেছে। এই প্রস্তাব নিয়ে থাকবে রাজনৈতিক উত্তেজনার সম্ভাবনাও।

প্রসঙ্গত, কিছুদিন আগেই রাজ্যে সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এই অপারেশন নিয়ে বক্তব্য রাখেন।

ওবিসি সংরক্ষণ বিল এবং রাজ্যপাল সংক্রান্ত আলোচনাও হতে পারে

এই অধিবেশনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত (OBC Reservation) একটি বিল। রাজ্যের পক্ষ থেকে এই বিল নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। তাছাড়া, রাজ্যপাল (Governor) একাধিক গুরুত্বপূর্ণ বিল আটকে রেখেছেন বলে অভিযোগ উঠেছে, যা নিয়ে সরকার পক্ষ থেকে এক সংবিধান সংশোধনী প্রস্তাব (constitutional amendment proposal) আনার কথাও শোনা যাচ্ছে।

স্ট্যান্ডিং কমিটির রিপোর্টও থাকবে আলোচনায়

বিধানসভার স্থায়ী কমিটি বা Standing Committee-র রিপোর্টগুলিও এই অধিবেশনে গুরুত্ব পাবে বলে জানা গেছে। শুধুমাত্র রাজনৈতিক টানাপোড়েনই নয়, বিভিন্ন নীতিনির্ধারণী ইস্যুতেও আলোচনা হতে চলেছে এই পর্বে।

সব মিলিয়ে, এই জুনের বিধানসভা অধিবেশন রাজ্য রাজনীতির চলতি উত্তাপকে আরও উস্কে দিতে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#All-party meeting, #Operation Sindoor, #West Bengal Assembly, #WB Assembly

আরো দেখুন