বিয়ে করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র! কাকে?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি,১৪:১৪: চুপিসারে বিয়ে সেরে নিলেন তৃণমূলের লোকসভার (কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র) সাংসদ মহুয়া মৈত্র। সূত্রের খবর অনুযায়ী, তৃণমূল কংগ্রেসের দুবারের লোকসভার সাংসদ মহুয়া মৈত্র ৩ মে চুপিচুপি বিয়ে করেছেন বলে জানা গেছে।

‘দ্য টেলিগ্রাফ’ অনলাইনের একটি প্রতিবেদন অনুযায়ী তারা একটি ছবি পোস্ট করেছেন যেখানে মহুয়া মৈত্রকে হাত ধরে দেখা যাচ্ছে পিনাকী মিশ্রের সাথে, জার্মানিতে তোলা এই ছবিতে সোনালী পোশাকে সজ্জিত তৃণমূল সাংসদ।
পিনাকী মিশ্র একজন রাজনীতিবিদ, যিনি বিজু জনতা দলের হয়ে পুরী থেকে লোকসভার সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তবে এই বিয়ে সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের একজন সাংসদ বলেন, “আমি জানি না।”
মহুয়া ও পিনাকী, দুজনেরই রাজনীতিতে হাতেখড়ি কংগ্রেসে। ১৯৯৬ সালে প্রথম কংগ্রেসের টিকিটে জিতে পুরীর সাংসদ হয়েছিলেন পিনাকী। কংগ্রেস ছেড়ে তিনি বিজু জনতা দলে যোগ দেন। ২০০৯, ২০১৪ এবং ২০১৯ সালে পুরী থেকে বিজেডির টিকিটে জয়ী হয়েছিলেন পিনাকী। ২০২৪ সালে লোকসভা ভোটে তাঁকে টিকিট দেয়নি বিজেডি। শোনা যায়, মহুয়ার সঙ্গে সম্পর্কজনিত বিতর্ক এড়াতে পিনাকীকে প্রার্থী করেনি বিজেডি।
২০০৯ সালে রাজনৈতিক হাতেখড়ি হয়েছিল মহুয়ার। ২০১০ সালে তিনি তৃণমূলে যোগ দেন এবং ২০১৬ সালে করিমপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে বিধায়ক নির্বাচিত হন। ২০১৯ এবং ২০২৪— পর পর দু’বার কৃষ্ণনগর থেকে নির্বাচিত হয়ে দিল্লি গিয়েছেন মহুয়া।