দশহরা: নবদ্বীপে ভাগীরথীর ঘাটে ঘাটে মহাসমারোহে চলল গঙ্গার আরাধনা

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি,১৩:০০: বৃহস্পতিবার দশহরা উপলক্ষ্যে নবদ্বীপে ভাগীরথীর ঘাটে ঘাটে মহাসমারোহে গঙ্গাপুজো চলল। দিনভর পুজোকে কেন্দ্র করে প্রতিটি ঘাটে মেলা বসেছিল। রানিরঘাট, বড়ালঘাট, পোড়াঘাট, ফাঁসিতলা ঘাট, শ্রীবাসঅঙ্গন ঘাট ইত্যাদি ঘাটগুলোয় ভোরবেলা থেকে পুণ্যস্নানের জন্য বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। শুধু নবদ্বীপ নয়, আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ পুজো দিতে আসেন। দূর-দূরান্ত থেকে অনেকেই নৌকায় গঙ্গা প্রতিমা নিয়ে এসেছিলেন। পোড়াঘাট, শ্রীবাসঅঙ্গন ঘাট, ফাঁসিতলা ঘাট সহ বিভিন্ন ঘাটে প্রতিমাগুলি পুজো করা হয়। কেউ কেউ নৌকার মধ্যেও গঙ্গাপুজো করেন। নৌকার মধ্যে পুজোর আয়োজনের পাশাপাশি ভোগ রান্নাও হয়। পুজোর শেষে সকলের মধ্যে প্রসাদ বিলি করা হবে।
রানির ঘাটে নবদ্বীপ ব্যবসায়ী সমিতির তরফে পুজো করা হয়। ৬১বছর ধরে সমিতির গঙ্গাপুজো হয়ে আসছে। বড়ালঘাটে ফেরিঘাট কর্তৃপক্ষ এবং শ্রীবাসঅঙ্গন ঘাটে পূর্বস্থলী-নবদ্বীপ-সমুদ্রগড় সব্জি ভেন্ডার সমিতি গঙ্গাপুজো করে। প্রায় ৬০বছর ধরে শ্রীবাসঅঙ্গন ঘাটে এই পুজো হয়ে আসছে।
প্রতিটি ঘাটে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। নদীয়া জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের ক্যুইক রেসপন্স টিম জলপথে নজরদারি চালায়। পাশাপাশি নানা ঘাটে বসেছিল মেলা। বিক্রেতারা জানিয়েছেন, গঙ্গাপুজো ঘিরে মেলায় ভাল অঙ্কের বিক্রি হয়েছে। কৃষ্ণনগরের ঘূর্ণি পুতুল পট্টি থেকে বিক্রেতারা এসেছিলেন।