কলকাতা বিভাগে ফিরে যান

দূষণরোধে পুরসভার নতুন প্রশিক্ষণ ‘ক্লাইমেট অ্যাকশন প্ল্যান’

June 6, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি,২০:০০: এবার থেকে কলকাতার দূষণরোধের জন্য ‘ক্লাইমেট অ্যাকশন প্ল্যান’ আনছে পুরসভা। উল্লেখ্য পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার কলকাতা পুরসভার সামনে থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত এক শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সেখানেই এই সিদ্ধান্ত জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শোভাযাত্রার শেষে কলেজ স্কোয়ারে বৃক্ষরোপণ এবং মাছ ছাড়ার মতো পরিবেশবান্ধব কার্যক্রমও অনুষ্ঠিত হয়।

মেয়র জানান, “পুরসভার ধারাবাহিক প্রচেষ্টায় শহরের বায়ুদূষণ অনেকটাই কমেছে এবং ভারতের মেট্রোপলিটন শহরগুলোর মধ্যে কলকাতা এখন সবচেয়ে এগিয়ে। এই সফলতা ধরে রাখতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে—তৈরি হয়েছে ভিশন ডকুমেন্ট ও ক্লাইমেট অ্যাকশন প্ল্যান।”:

আগামী এক মাস ধরে পরিবেশ নিয়ে নানান কর্মসূচি চলবে। কলকাতার ১৬টি বরোতে মোট ৩২টি স্কুলে পরিবেশ সচেতনতামূলক শিবির করা হবে। পাশাপাশি, ভারতের মধ্যে প্রথমবারের মতো কলকাতা পুরসভা কার্বন ক্রেডিট নিয়ে কাজ শুরু করছে। তিন দিনের একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরও হবে, যেখানে ইচ্ছুকরা অংশ নিতে পারবেন।কার্বন ক্রেডিট বিষয়ক এই প্রশিক্ষণে শেখানো হবে কীভাবে শহরের বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কমানো যায় এবং সেই কাজের মূল্যায়ন কিভাবে করা যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Pollution, #KMC, #climate action plan

আরো দেখুন