‘ফেরা’-য় আবারও জুটি বাঁধছেন সোহিনী-ঋত্বিক, বাংলা সিনেমায় অভিষেক এই বর্ষীয়ান অভিনেতার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০০: এই প্রথমবার বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় মিশ্র যিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন। সিনেমার নাম ‘ফেরা। এই সিনেমায় মুখ্যভূমিকায় অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী ও সোহিনী সরকার। প্রযোজনায় নন্দী মুভিজ।
পরিচালক এই ছবি নিয়ে বলছেন, ফেরা এমন এক গল্প, যেটা বড় করে কিছু বলে না—বরং যেটা বলা হয় না, তাকেই জায়গা দেয়।এই ছবি আমার কাছে অনেকটা নিজের ভিতরে ফিরে তাকানোর চেষ্টা। আমার নিজের বড় হয়ে ওঠা যেহেতু মফস্বলের ছোট্ট শহরে, তাই এই ছবির প্রতিটা চরিত্রকেই আমি খুব কাছে থেকে দেখেছি এবং খানিকটা বেঁচেছি। মফস্বল ছেড়ে বড় শহরের রোজনামচাতে বহুবার মনে হয়েছে আমরা কতটা ছুটছি, কেন ছুটছি, আর সেই দৌড়ের শেষে আদৌ কিছু বদলায় কি না—এই সব প্রশ্ন। এই ছবি মধ্যবিত্ততার, ক্লান্তির, আর সম্পর্কের সেই দিকগুলো নিয়ে কথা বলে, যেগুলো খুব সাধারণ, ও সত্যি। ফেরা কোনও চূড়ান্ত উত্তরে উত্তীর্ণ করে না। কিন্তু কিছুটা থেমে, কিছুটা বোঝার সুযোগ তৈরি করে।’
অভিনেতা ঋত্বিক চক্রবর্তী বলেছেন ফেরা ছবির অংশ হতে পেরে তিনি ভীষণ উৎসাহিত। পৃথা যেভাবে ভাবেন এবং তাঁর গল্পগুলোকে পর্দায় তুলে ধরেন — সেই সংবেদনশীলতা আর তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গির ঋত্বিক সবসময়ই প্রশংসা করেছে । কিংবদন্তি অভিনেতা সঞ্জয় মিশ্রর সঙ্গে স্ক্রিন শেয়ার করা তাঁর কাছে এক বিরাট সম্মানের বিষয়।

অভিনেত্রী সোহিনী সরকার বলেন ‘ফেরা’-য় তাঁর চরিত্রটি যদিও সংক্ষিপ্ত, তবে গল্পের প্রেক্ষিতে এর গভীর প্রভাব রয়েছে। অনেক সময় চরিত্রের দৈর্ঘ্যের চেয়ে প্রভাবটাই বড় হয়ে ওঠে। এই সিনেমাটির অংশ হতে পেরে সোহিনী খুবই খুশি।