হাম-রুবেলা মুক্ত বাংলা গড়ার টার্গেট, শুরু হচ্ছে টিকাকরণ অভিযান

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি,১২:০০: ২০২৬ সালের মধ্যে হাম-রুবেলা মুক্ত বাংলা গড়ার লক্ষ্যমাত্রা নিয়েছে স্বাস্থ্যদপ্তর। এক্ষেত্রে টিকাকরণই একমাত্র পথ। যাদের ভ্যাকসিন নেওয়া নেই, তাদের জন্য এবার বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তর, স্বাস্থ্য এবং পুর ও নগরোন্নয়ন দপ্তর যৌথভাবে এই কাজ করবে। জানা যাচ্ছে, রাজ্যের ২৩টি পুরসভা এলাকার বহু শিশুর এখনও হামের ও রুবেলার টিকা নেওয়া হয়নি। এই মর্মে ১০ জেলাকে চিঠি দেওয়া হয়েছে।
পঞ্চম জাতীয় পরিবার স্বাস্থ্যসমীক্ষা অনুযায়ী, শহরাঞ্চলের প্রায় ১৬ শতাংশ শিশুর এই রোগের টিকা এখনও নেওয়া হয়নি। ২০২৩-২৪ সালে ন’মাস থেকে পাঁচ বছর বয়সী যেসব শিশুদের এই রোগ হয়েছিল, দেখা গিয়েছে তার মধ্যে ৫০ শতাংশেরই টিকা নেওয়া ছিল না। চিকিৎসকদের মতে, রোগ নির্মূল করতে টিকাই একমাত্র উপায়। সে’কারণেই স্বাস্থ্যদপ্তর উদ্যোগী হয়েছে।
অনেক শিশুই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসে, ফলে তাদের টিকা নেওয়া হয়েছে কিনা জানতে নারী ও শিশুকল্যাণ দপ্তরের কাছে চিঠি পাঠিয়েছে স্বাস্থ্যদপ্তর। নগরোন্নয়ন দপ্তরকেও উদ্যোগী হতে আহ্বান জানিয়েছে স্বাস্থ্যদপ্তর। গোটা প্রক্রিয়া বাস্তবায়িত করার জন্য জেলাগুলিকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর দেওয়া হয়েছে। হাওড়া, ডায়মন্ডহারবার, কলকাতার একাধিক বরো, চন্দননগর, বিধাননগর ইত্যাদি পুর এলাকায় অভিযান চলছে।