‘গরিব বাজার’-এ পাঁচ টাকায় নতুন জামা! মানবিক উদ্যোগ সিভিক ভলান্টিয়ার ও তাঁর স্ত্রীর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯:০০: পাঁচ, দশ, পনের টাকায় নতুন জামা। শুনতে অবাক লাগলেও এহেন অলীক বিষয়কে বাস্তবে পরিণত করেছেন এক দম্পতি। এক সময় তাঁদের নতুন জামা কেনার সামর্থ্য ছিল না। আজ সেই অভাব আর নেই। কিন্তু কোনও শিশুর যাতে সেই গ্লানিবোধটুকু না হয়, সেই লক্ষ্যে নিরন্তর প্রয়াস করছেন ব্যারাকপুর কমিশনারেটের নিমতা থানা এলাকার বাসিন্দা পেশায় সিভিক ভলান্টিয়ার অমিত সরকার। তিনি এবং তাঁর স্ত্রী চালু করেছেন ‘গরিব বাজার’।
সারা দিন ‘ডিউটি’ সামলে স্থানীয় এলাকার বিভিন্ন গেঞ্জি কারখানা, কাপড় কারখানা থেকে অপেক্ষাকৃত কম দামে টুকরো কাপড় কিনে, নিজেরাই সেলাই করে জামা বানান অমিত ও তাঁর স্ত্রী। নিমতা তেঁতুলতলা এলাকায় একটি দোকান ঘর ভাড়া নিয়ে তাঁরা গড়ে তুলেছেন গরিব বাজার। সমাজের তথাকথিত গরিব, দুস্থ ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্যেই অমিত ও তাঁর স্ত্রী এহেন উদ্যোগ নিয়েছেন।