ট্রাম্পকে ‘শিক্ষা’ দিতে নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করলেন মাস্ক?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: মাস্ক ট্রাম্পকে নির্বাচিত করতে নিজের গাঁটের প্রায় ২০ কোটি ডলার খরচ করেছিলেন। প্রতিদানে কৃতজ্ঞ ট্রাম্প মাস্কের জন্য হোয়াইট হাউসের দরজা খুলে দিয়েছিলেন। বৃহস্পতিবার দুই ঘণ্টার এক্স–যুদ্ধের পর সেই প্রেমকাহিনি পূর্ণ বিচ্ছেদে গড়িয়েছে।
ট্রাম্প ও মাস্কের এই সম্পর্কের নাম দেওয়া হয়েছিল ‘ব্রোম্যান্স’ (ব্রো, ব্রাদারের সংক্ষিপ্ত রূপ + রোম্যান্স)। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের বাগ্যুদ্ধ চরমে পৌঁছেছে। একে অপরের বিরুদ্ধে তোপ দাগতে গিয়ে ব্যক্তিগতও আক্রমণও করে ফেলেছেন তাঁরা।
বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি ভোটের আয়োজন করেন মাস্ক। সেখানে তিনি প্রশ্ন রাখেন যে, আমেরিকায় একটি নতুন রাজনৈতিক দল গঠনের সময় হয়েছে কি না। মাস্কের এই প্রশ্নের উত্তরে ইতিবাচক উত্তর দেন ৮০ শতাংশ মানুষ। আর ভোটের সেই ফলাফল সম্বলিত পোস্ট শেয়ার করে মাস্ক লেখেন, ‘দ্য আমেরিকা পার্টি’। মাস্ক এই বিষয়ে আর কিছু খোলসা না-করলেও মনে করা হচ্ছে, নতুন দলের নামকরণ করেছেন তিনি।
অবশ্য সত্যিই মাস্ক রাজনীতিতে আসবেন, না কি সবটাই তাঁর চমক, তা নিয়ে সন্দিহান অনেকে। কারণ দীর্ঘ দিন ধরেই আমেরিকায় দ্বিদলীয় ব্যবস্থা রয়েছে। লড়াই হয় মূলত ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যে। এই পরিস্থিতিতে তৃতীয় পক্ষ হিসাবে মাস্ক কীভাবে আমেরিকার রাজনৈতিক ব্যবস্থায় অংশ নেবেন, তা স্পষ্ট নয়।