সিমলায় স্বাস্থ্যের অবনতি হওয়ার পর সোনিয়া গান্ধীকে নিয়ে যাওয়া হল হাসপাতালে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, আপডেট ১৯:২৫: শনিবার সিমলার হিল স্টেশনে স্বাস্থ্যের অবনতি হওয়ার পর কংগ্রেস সংসদীয় দলের সভাপতি সোনিয়া গান্ধীকে সেখানকার ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৭৮ বছর বয়সী এই প্রবীণ কংগ্রেস নেত্রীকে স্বাস্থা পরীক্ষা জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর প্রধান উপদেষ্টা (মিডিয়া) নরেশ চৌহান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘ছোটখাটো কিছু সমস্যার কারণে’ তাকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আনা হয়েছে। “ডাক্তাররা তাকে পরীক্ষা করছেন। তিনি স্থিতিশীল। বিস্তারিত জানার অপেক্ষায় আছেন,” চৌহান আরও বলেন।
সোনিয়া গান্ধী শেষবারের মতো জনসমক্ষে উপস্থিত হয়েছিলেন ২৭শে মে, যখন তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর ৬১তম মৃত্যুবার্ষিকীতে দিল্লিতে তাঁর স্মৃতিস্তম্ভ শান্তিবনে পুষ্পস্তবক অর্পণ করেছিলেন।
সিমলার আইজিএমসি হাসপাতালের ডাঃ আমান মাদাইক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সোনিয়া গান্ধী সেখানে রুটিন চেকআপের জন্য এসেছিলেন এবং পরে তিনি চলে যান। ডাক্তাররা কিছু সাধারণ পরীক্ষা করিয়েছেন, তার কিছু রক্তচাপের সমস্যা ছিল এবং তিনি তাঁর রুটিন চেকআপের পরে চলে গেছেন ।