অরণ্যপ্রেমীদের জন্য দুসংবাদ! বর্ষার মরশুমে মিলবে না সুন্দরবন ভ্রমণের সুযোগ, কেন?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৪:০০: পর্যটকদের জন্য খারাপ খবর! চলতি মাসেই বন্ধ হচ্ছে সুন্দরবন। বর্ষায় সুন্দরবন বেড়ানোর সুযোগ আর মিলবে না। আগামী তিন মাস বাদাবন বন্ধ থাকবে। ইলশে গুড়ি বৃষ্টি আর সুন্দরবনে নদীতে নৌকোবিলাসের টানে জুলাই, আগস্ট মাসে পর্যটকেরা ভিড় জমান। বহু পর্যটন সংস্থাই এই সময়টার অপেক্ষা করে থাকে। এবার আর সে অবকাশ থাকছে না।
১৫ জুনের পর থেকে বাদাবনের দরজা বন্ধ থাকবে। ১৫ সেপ্টেম্বরের পর থেকে পর্যটকদের জন্য দরজা খোলা হবে। বর্ষাকাল প্রাণীদের প্রজননের সময়। এই সময় তারা সঙ্গমে লিপ্ত হয়। প্রজনন প্রক্রিয়া নিরবিচ্ছিন্ন রাখতে, প্রাণীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে বনদপ্তর।
জুন থেকে সেপ্টেম্বর, বছরের এই সময়টা প্রাণীদের প্রজননের সময়। দেশের সব অভয়ারণ্যের কোর এলাকায় পর্যটকদের জন্য এই সময়টা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। সুন্দরবনে টানা তিন বছর যাবৎ নির্দেশিকা জারি করা হল। ইন্টিগ্রেটেড রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যানের অধীনে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।