খেলা বিভাগে ফিরে যান

জাতীয় গ্র্যাপলিং চ্যাম্পিয়নশিপে বাংলার জয়জয়াকার, কত পদক এল রাজ্যের ঝুলিতে?

June 8, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৬:০০: মহারাষ্ট্রের নাসিকে আয়োজিত ১৮তম জাতীয় গ্র্যাপলিং চ্যাম্পিয়নশিপে বাংলার খেলোয়াড়রা সাফল্যের নজির গড়লেন। রাজ্যের ১৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। বাংলার ঝুলিতে এসেছে ৬টি সোনা সহ মোট ১৫টি পদক। ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত চলা নাসিকের মীনাতাই ঠাকরে ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই চ্যাম্পিয়নশিপ।

প্রতিযোগিতার যুব বিভাগে বাংলার রাজ পল এবং দেবরূপ সান্যাল, নিজেদের ওজনের ক্যাটেগরিতে সোনার পদক জেতেন। সিদ্ধান্ত শ্রী ভোডেলা এবং সিমরান গাজী ব্রোঞ্জ পদক জিতেছেন। সিনিয়র বিভাগে রাহুল দে, সায়নদীপ হালদার, শেখ আব্দুল ওয়াহেদ এবং সস্মিতা নায়কেরা নিজ নিজ ক্যাটেগরিতে সোনা জিতেছেন। রুপো জিতেছেন, তমাল সরখেল, সঈদ রেজা, জয়দীপ বর্ধন। ব্রোঞ্জ জিতেছেন, রুদ্রনীল বিশ্বাস, প্রতিম পাল, সোমালি শর্মা, অশঙ্ক বন্দ্যোপাধ্যায়। ভারতীয় গ্র্যাপলিং জগতে বাংলার এহেন উত্থান খুশি রাজ্যের ক্রীড়ামহল। রাজ্যের ক্রীড়ামহলের মতে, গ্র্যাপলিং মার্শাল আর্টে আগামীতে আরও সাফল্য পাবে বাংলা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bengal, #Sports, #gold, #grappling championship, #national grappling championship

আরো দেখুন