ফের অশান্তির আগুন মণিপুরে, বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ৯:০০: ফের জ্বলছে মণিপুর। সম্প্রতি সেই রাজ্যে মেইতেই সংগঠন আরামবাই টেংগোলের পাঁচ স্বেচ্ছাসেবককে গ্রেপ্তার করা হয় বলে খবর ছড়িয়ে পড়ে। এরপরই শনিবার রাতে ইম্ফলের বিভিন্ন অংশে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। এর জেরে পাঁচ দিনের জন্য উপত্যকার পাঁচটি জেলায় ভিস্যাট এবং ভিপিএন সহ ইন্টারনেট এবং মোবাইল ডেটা পরিষেবা স্থগিত করার নির্দেশ দিয়েছে মণিপুর সরকার। শনিবার রাত ১১টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে এই নিষেধাজ্ঞা।
সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, শনিবার রাত ১১টা ৪৫ মিনিট থেকে ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, থৌবাল, বিষ্ণুপুর এবং কাকচিং জেলায় V-SAT ও VPN সহ সমস্ত ইন্টারনেট পরিষেবা পাঁচ দিনের জন্য বন্ধ থাকবে। প্রশাসনের মতে, এই পদক্ষেপ নেওয়া হয়েছে কারণ, যাতে সমাজবিরোধীরা ঘৃণামূলক বার্তা ছড়িয়ে পরিস্থিতিকে আরও অশান্ত করে তুলতে না পারে।
শনিবার রাতে কোয়াকিথেল এবং উরিপোকের রাস্তায় টায়ার ও পুরনো আসবাবপত্র জ্বালিয়ে বিক্ষোভকারীরা দাবি তোলে গ্রেপ্তর হওয়া সদস্যদের মুক্তির। কিছু এলাকায় চলে ভাঙচুরও। পরিস্থিতি জটিল হয়ে উঠলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।
পশ্চিম ইম্ফলের কোয়াকিথেল পুলিশ ফাঁড়িতে হামলার জেরে দুই সাংবাদিক ও এক সাধারণ নাগরিক আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হন রাজ্যসভার সাংসদ লেইশেম্বা সানাজাওবা। একটি ভাইরাল ভিডিওতে তাঁকে দেখা যায় নিরাপত্তা বাহিনীর এক আধিকারিককে উদ্দেশ করে বলতে, “আমরা শান্তি ফিরিয়ে আনতে চেয়েছিলাম। কিন্তু এইভাবে তা সম্ভব নয়। চাইলে আমাকেও গ্রেপ্তার করুন।”
এনআইএ-র তরফে ওই পাঁচ জনকে শনিবার দুপুর আড়াইটে নাগাদ গ্রেপ্তার করা হয় বলে সূত্রের খবর, যদিও সরকারিভাবে এখনও পর্যন্ত তাঁদের পরিচয় বা অভিযোগের বিস্তারিত প্রকাশ করা হয়নি।