আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদে রণক্ষেত্র লস অ্যাঞ্জেলেস, সেনা মোতায়েনের নির্দেশ মার্কিন প্রেসিডেন্টের

June 8, 2025 | < 1 min read

ডোনাল্ড ট্রাম্প, ছবি সৌজন্যে: Reuters

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৫:০০: মার্কিন রাষ্ট্রপতি হিসাবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে একের পর এক বিতর্ক ঘনাচ্ছে। বিক্ষোভের আগুনে পুড়ছে ক্যালিফর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। পরিস্থিতি সামাল দিতে লস অ্যাঞ্জেলেসে দু’হাজার সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রামের অভিবাসন নীতির বিরুদ্ধেই লস অ্যাঞ্জেলেসে পথে নেমেছেন হাজার হাজার মানুষ। শুক্রবার থেকে চলছে বিক্ষোভ। শনিবার তা রণক্ষেত্রের আকার নিয়েছিল।

অবৈধভাবে মার্কিনমুলুকে বসবাসকারী ভিনদেশী নাগরিকদের চিহ্নিত করতে পদক্ষেপ করছে ট্রাম্প প্রশাসন। মার্কিন অভিবাসন এবং শুল্ক দপ্তরের আধিকারিকেরা লস অ্যাঞ্জেলেস-সহ ক্যালিফর্নিয়ার বিস্তীর্ণ অংশে হানা দিয়ে ধরপাকড় চালিয়েছেন। ১১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর প্রতিবাদেই পথে নেমেছেন মানুষ। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে, অত্যধিক বলপ্রয়োগের অভিযোগ আনছেন তারা।

এই অবস্থায় লস অ্যাঞ্জেলেসের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছেন। ক্যালিফর্নিয়ার প্রশাসন ট্রাম্পের এহেন পদক্ষেপে ক্ষিপ্ত। ক্যালিফর্নিয়ার গভর্নর গেভিন নিউসম সমাজ মাধ্যমে লিখেছেন, সেনা মোতায়েনের সিদ্ধান্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে উস্কানিমূলক। এর ফলে উত্তেজনা আরও বাড়বে। লস অ্যাঞ্জেলেস প্রশাসন আইনশৃঙ্খলা বজায় রাখতে সম্পূর্ণ সক্ষম। ট্রাম্পের পদক্ষেপ ভুল বলেও দাবি করেছেন নিউসম। ট্রাম্পের বক্তব্য, ক্যালিফর্নিয়ার গভর্নর, লস অ্যাঞ্জেলেসের মেয়র নিজেদের কাজ না করতে পারলে, ফেডেরাল সরকারকে হস্তক্ষেপ করতেই হবে।

উল্লেখ্য, নির্বাচনের প্রচারে ট্রাম্প ঘোষণা করেছিলেন, ক্ষমতায় এসে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পদক্ষেপ করবেন। ক্ষমতায় আসার পর বেআইনি অভিবাসীদের তাড়াতে ট্রাম্পের একাধিক পদক্ষেপ করেছেন। যা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Donald Trump, #USA, #Los Angeles, #usa president

আরো দেখুন