১২ বছর পর কোথায় উঠলো সেই চেনা ‘সচিন সচিন’ রব?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ২১:০০: খেলার মাঠে কিংবদন্তি সচিন তেন্ডুলকর মাঠে নামলেই গ্যালারি থেকে শোনা যেত ‘সচিন সচিন’। অভ্যাসে পরিণত হয়েছিল এই ‘সচিন সচিন’, যেন খেলার সময় এই মন্ত্র না বললে খেলা অসম্পূর্ণ থেকে যাবে! অবসর নিয়েছেন ২০১৩ সালে, কিন্তু ১২ বছর পর উঠলো সেই চেনা ‘সচিন সচিন’ রব।
সুপারস্টার আমির খান তাঁর নতুন সিনেমা সিতারে জামিন পার-র বিশেষ স্ক্রিনিং রাখেন। সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং সচিন তেন্ডুলকর, স্ত্রী অঞ্জলি তেন্ডুলকর ও রাজ ঠাকরে। আমির খান কোনও একটা কাজে ব্যস্ত ছিলেন কিন্তু যখনই দেখলেন সচিন তেন্ডুলকর আসছেন এগিয়ে গেলেন। ওই ঘরে ছিলেন আমির খানের আমন্ত্রিত অতিথি ও সিতারে জামিন পার-র ষ্টার কাস্ট। সচিন তেন্ডুলকরকে দেখেই সবাই চমকে উঠলেন এবং উঠলো সেই চেনা ‘সচিন সচিন’ রব। সচিন কে সামনে থেকে দেখে সবাই আবেগতাড়িত হয়ে পড়েছিল। আমির খানের সিতারে জামিন পার মুক্তি পাচ্ছে ২০ জুন,২০২৫।