ক্লাব ফুটবল বিশ্বকাপের ধাঁচে এবার ক্রিকেটেও ক্লাব WorldCup?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, বিকেল ৬টা: ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজন করে। বিশ্বের ৩২টি সফল ফুটবল ক্লাবের মধ্যে বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। এবার ক্রিকেটেও ক্লাব ওয়ার্ল্ড কাপের আয়োজন করার ভাবনা চিন্তা হচ্ছে। ধাপে ধাপে ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগের প্রসার বাড়ছে দেশে দেশে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের কর্তা রিচার্ড গুল্ড ক্রিকেটেও ক্লাব বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে ভাবছেন।
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ নামে একটি প্রতিযোগিতা আয়োজন করা হত। সেখানে কয়েকটি দেশের সেরা টি-২০ দল অংশ নিত। মূলত ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড যৌথভাবে আয়োজিত করত চ্যাম্পিয়ন্স লিগ টি-২০। ২০০৯-২০১৪, ৬টি মরশুমজুড়ে এই প্রতিযোগিতা চলার পর বন্ধ হয়ে যায়। সেই প্রতিযোগিতাকে নতুন করে চালু করার ডাক দিয়েছেন গুল্ড। তিনি জানান, পুরো বিষয়টা প্রাথমিক স্তরে রয়েছে। অদূর ভবিষ্যতে বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজিত হতে পারে।
ফুটবলের পাশাপাশি রাগবিতেও ২০২৮ সালে ক্লাব বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে। বিশ্বজুড়ে ক্রিকেটের উন্মাদনাকে কাজে লাগিয়ে ক্লাব বিশ্বকাপ আয়োজনের ভাবনাচিন্তা চলছে। গুল্ডের মতে, এই প্রতিযোগিতা আয়োজন করলে তা লাভজনক হতে পারে।