GST নিয়ে দুর্নীতির অভিযোগ, উদাসীন কেন্দ্র!

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১১:০০: জিএসটি নিয়ে উঠল সরাসরি দুর্নীতির অভিযোগ। নরেন্দ্র মোদী-অমিত শাহের রাজ্য গুজরাত থেকেই সেই অভিযোগ এল। সুরাতের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সংগঠনের চাঞ্চল্যকর অভিযোগ, খোলা বাজারে বিক্রি হচ্ছে জিএসটির তথ্য। নথিভুক্ত প্রতিষ্ঠানগুলি জিএসটি নেটওয়ার্কে যে তথ্য আপলোড করে, সেসব তথ্য মিলছে পয়সা ফেললেই। সংগঠনের কর্তাদের দাবি, গত এক বছর ধরে তাঁরা জিএসটি সংক্রান্ত দুর্নীতি নিয়ে সরব হয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে একাধিকবার চিঠি লিখে সতর্কও করেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কেন্দ্র উদাসীনই থেকে গিয়েছে।
গত ৩১ মে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে দেওয়া দীর্ঘ চিঠিতে কড়া ভাষায় নালিশ ঠুকেছে সংগঠন। তারা বলেছে, এর আগে একাধিকবার দপ্তরের দুর্নীতি নিয়ে চিঠি গিয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সরকারের অন্দরের যোগসাজশ ছাড়া এমনটা চলতে পারে না। ভুলে ভরা জিএসটি সিস্টেম, আর তার খেসারত দিতে হচ্ছে করদাতাদের। ৩ হাজার থেকে ১৫ হাজার টাকার রেট চার্ট তুলে ধরে অর্থমন্ত্রীকে জানানো হয়েছে, কীভাবে নিলামে তোলা হচ্ছে সরকারের প্রতি করদাতাদের আস্থা ও বিশ্বাসকে। জিএসটি আদায়ের থেকেও দ্রুত হারে বাড়ছে গোপন তথ্য বাইরে পাচারের প্রবণতা। সংগঠনের প্রেসিডেন্ট হার্দিক কাকাদিয়া বলেন, ‘জিএসটিতে যা চলছে, তা শুধুমাত্র তথ্য পাচার নয়। কোনও সংস্থা কী পথে ব্যবসা করছে, কীভাবে লাভ করছে, সব গোপন তথ্য চলে যাচ্ছে প্রতিযোগী সংস্থার হাতে। এর পরিণতি ভয়ঙ্কর। জিএসটির তথ্য-সুরক্ষার তথাকথিত দুর্গ ভেঙে পড়েছে। এভাবে চললে, জিএসটি ব্যবস্থায় ভয়ঙ্কর দুর্যোগ ঘনিয়ে আসবে।’