রাজ্য বিভাগে ফিরে যান

হলদিয়ায় কেন্দ্রীয় মন্ত্রীর অনুষ্ঠানে নেই স্থানীয় BJP সাংসদ, দূরত্ব বাড়ছে শান্তনু-শুভেন্দুর মধ্যে?

June 10, 2025 | 2 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৩:০০: স্থানীয় সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছের লোক, তাই কি হলদিয়া বন্দরে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের অনুষ্ঠানে ডাক পাননি? নাকি তিনি আসেন নি? যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

সোমবার কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী হলদিয়া বন্দরে ২ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করেন। সেখানে উপস্থিত থাকতে দেখা যায়নি স্থানীয় বিধায়ক এবং সাংসদকে। তবে হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল এখন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বলে তাকে না ডাকাটা বোধগম্য হলেও তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অনুষ্ঠানে না ডেকে প্রকল্পের শিলান্যাস করার জেরে প্রশ্ন উঠেছে জেলা বিজেপির অন্দরেই।

অস্বস্তি আরও বেড়েছে যখন সাংবাদিকদের প্রশ্ন শুনে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেছেন, অনুষ্ঠানটি বন্দরের অভ্যন্তরীণ বিষয়। সেখানে সাংসদ–বিধায়কদের থাকতেই হবে এমন কোনও বিষয় নেই। এটি আধিকারিকদের নিয়ে বন্দরের নিজস্ব অনুষ্ঠান। সেখানে বিধায়ক–সাংসদদের যোগ দেওয়ার দরকার নেই। অফিসের ভিতরের অনুষ্ঠানে তাঁরা কী করবেন? অফিসিয়াল প্রোগ্রামে অংশ নেওয়ার দরকার নেই। বন্দরের এই অনুষ্ঠানে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমন্ত্রণ পেয়েছিলেন কিনা সেটা নিয়ে বন্দর কর্তৃপক্ষ স্পষ্ট করে কিছু বলেনি। যদি আমন্ত্রণ না গিয়ে থাকে, তাহলে কি শুভেন্দুর সঙ্গে দূরত্ব বেড়েছে শান্তনুর, এমনটাই ধরে নেওয়া যায়? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে ওয়াকিবহাল মহলে।

জেলা বিজেপি সূত্র থেকে জানা যাচ্ছে, বিধায়ক যেহেতু দলবদল করে তৃণমূল কংগ্রেসে চলে গিয়েছেন, তাই তাঁকে এড়ানো হয়েছে। আর সাংসদকেও সেক্ষেত্রে ডাকা হয়নি। তবে আগে জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের নানা অনুষ্ঠানে সাংসদ দিব্যেন্দু অধিকারীকে দেখা গিয়েছে। অন্য সূত্রে দাবি, সাংসদকে ডাকা হয়েছিল, কিন্তু উনি আসেননি। তবে বন্দরের নিজস্ব অনুষ্ঠানে বিধায়ক–সাংসদদের যোগ দেওয়ার দরকার নেই বলে মন্ত্রী মন্তব্যে করার জেরে শুরু হয়েছে বিতর্ক।

TwitterFacebookWhatsAppEmailShare

#suvendu adhikari, #Haldia, #Santanu Thakur, #bjp vs bjp, #Abhijit ganguly

আরো দেখুন