আজ বিদেশ ফেরত প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ মোদীর, থাকছেন অভিষেকও

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ৯:৩০: অপারেশন সিঁদুরের কথা বিশ্বের কাছে পৌঁছে দিতে দেশের নানা দলের সাংসদ ও কূটনীতিকরা বিদেশ সফরে গিয়েছিলেন। এবার সেই প্রতিনিধিদের সঙ্গে আজ মঙ্গলবার বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশের মাটিতে কূটনৈতিক উপায়ে পাকিস্তানকে বধ করার পর প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে সাক্ষাতে তাঁদের অভিজ্ঞতা শোনার পাশাপাশি নৈশভোজ করবেন মোদী। এই দলেই থাকছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বাংলার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। জানা যাচ্ছে, আজ সাত নম্বর লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাংলোতে সন্ধ্যা সাতটার প্রতিনিধি দলের সদ্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।
অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, মালেশিয়া ও সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। এবং প্রতিটি দেশেই নিজের ভাষণে নজর কেড়েছেন। পাশাপাশি বিদেশের মাটিতে ভারতীয় মনিষীদের শ্রদ্ধা জ্ঞাপন করে তৃণমূল সাংসদ এমন নজির তৈরী করেছিলেন যে পরবর্তীকালে বিদেশ সফররত অন্যান্য প্রতিনিধিদলের সদস্যরা সেই একই ধারা বহন করে ভারতীয় মনিষীদের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।