বিদেশ সফর থেকে ফেরা ৭ প্রতিনিধি দলের সাথে নৈশভোজে প্রধানমন্ত্রী
June 10, 2025 | < 1min read
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ২১:৪৫: ভারত পাক যুদ্ধের পর “অপারেশন সিঁদুর” ও পাক সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপের কথা বিশ্বের দরবারে তুলে ধরতে ভারত থেকে সাতটি প্রতিনিধি দলের সদস্যরা গিয়েছিলেন বিশ্বের বিভিন্ন দেশে । মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যায় সেই প্রতিনিধি দলগুলির সদস্যদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই ৭ প্রতিনিধি দলে প্রায় ৫০ জনেরও বেশি সদস্য ছিলেন যাদের মধ্যে বিরোধী ও শাসক দলের মন্ত্রী ও সাংসদরা ও ছিলেন।
বিদেশের মাটিতে কূটনৈতিক উপায়ে পাকিস্তানকে বধ করার পর প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে আজ প্রথম সাক্ষাৎ প্রধানমন্ত্রীর। সাত নম্বর লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাংলোতেই হয়েছে এই নৈশভোজ।