ইউক্রেনের হাসপাতালে আছড়ে পড়ল রাশিয়ার বোমারু ড্রোন, সব বিমানবন্দর বন্ধ করল মস্কো

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১০:৩৯: রাশিয়ার বুকে ভয়াবহ হামলা চালিয়েছিল ইউক্রেন। ধ্বংস করে দেওয়া হয় ৪০টিরও বেশি রুশ যুদ্ধবিমান। তারপর থেকেই ভলোদিমির জেলেনস্কির দেশে আক্রমণের ঝাঁজ তীব্র করেছিল রুশ সেনা। এবার বদলা নিতে রাতভর ইউক্রেনে হামলা চালালো রাশিয়া! ৪৭৯টি ড্রোন, ২০ ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছে বিভিন্ন শহরে।
সোমবার গভীর রাতে ফের ইউক্রেনের উপর ড্রোন হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের দাবি, রাজধানী কিভ-সহ একাধিক শহরে ড্রোনে বোমা বর্ষণ করে রুশ সেনা। দক্ষিণ ইউক্রেনের বন্দর শহর ওডেসায় একটি হাসপাতালে আছড়ে পড়ে একটি ড্রোন। সেই হাসপাতালেরই প্রসূতি বিভাগ ছিল মূল লক্ষ্য। গভর্নর ওলেহ কিপার জানিয়েছেন, বিস্ফোরণে হাসপাতাল ক্ষতিগ্রস্ত হলেও কোনও রোগী বা কর্মীর মৃত্যু হয়নি।
অন্য দিকে, রাশিয়ারও দাবি, মঙ্গলবার রাত থেকে তাদের উপর ড্রোন হানা শুরু করেছে ইউক্রেন। ইউক্রেনের ড্রোন হানার ভয়ে সাময়িক ভাবে মস্কোর সব বিমানবন্দর বন্ধও করে দেওয়া হয়েছে রাশিয়ায়। সোমবার বেশি রাতের দিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানায়, কিভও তাদের উপর ড্রোন হামলা শুরু করেছে। রাশিয়ার দাবি, সোমবার রাতে দু’ঘণ্টার মধ্যে ইউক্রেনের ৭৬টি ড্রোন ধ্বংস করেছে তারা। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের সতর্কবার্তার পর পরই মস্কোর সব বিমানবন্দর সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়। রাশিয়ার রাজধানী মস্কোয় চারটি প্রধান বিমানবন্দর রয়েছে। রুশ অসামরিক বিমান পরিবহণ সংস্থা রোসাভিয়াতসিয়া মঙ্গলবার ভোরে জানিয়েছে, ওই চারটি বিমানবন্দরেই পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। ইউক্রেনের ড্রোন হানার কথা জানার পরে নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।