Kyunki Saas Bhi Kabhi Bahu Thi : টেলিভিশনে আইকনিক শো নিয়ে ফিরছেন স্মৃতি ইরানি, স্বাক্ষর করেছেন চুক্তিপত্রে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৯ :২৬: টেলিভিশনের পর্দায় ফের ফিরছেন অভিনেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে টেলিভিশনের আইকনিক শো ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’ (Kyunki Saas Bhi Kabhi Bahu Thi) সিরিয়ালের দ্বিতীয় পর্যায় নিয়ে ফিরছেন স্মৃতি।
অভিনেত্রী থেকে রাজনীতিবিদ হওয়া স্মৃতি ইরানি (Smriti Irani) ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’ -এর সিক্যুয়েলের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলে বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে। তিনি এই শো’তে তুলসী বিরানীর চরিত্রেই ফিরবেন বলে মনে করা হচ্ছে। প্রায় ১৫০টি পর্ব থাকবে এবার।
বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এবার এই শো’তে ক্লাসিক গল্পের সঙ্গে একটি নতুন ভাবনার সংমিশ্রণ থাকবে। জুমের (Zoom) একটি প্রতিবেদনে বলা হয়েছে যে স্মৃতি অবশেষে ৮ জুন ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি ২’-এর জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন। এর আগে, বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, শুটিং শুরু করলেও তিনি কোনও চুক্তিপত্রে স্বাক্ষর করেননি। চলতি সপ্তাহের শুরুতেই একতা কাপুরের সঙ্গে চুক্তিটি স্বাক্ষর করেছেন বলে জানা গেছে।
টিআরপি তালিকায় ডবল ডিজিট নিয়ে প্রথম স্থান দখল করে রেখেছিল এই ধারাবাহিক৷ 2001 সালের মে মাসে এই ধারাবাহিকের টিআরপি ছুঁয়ে যায় 22.4 রেটিংয়ে৷ প্রযোজক হিসাবে একতা কাপুরের জীবনে টার্নিং পয়েন্ট এই ধারাবাহিক৷ ফের একবার সেই ধারাবাহিক পর্দায় ফিরে আসা, বিশেষ করে তুলসী চরিত্রে স্মৃতি ইরানিকে দেখার অপেক্ষায় রয়েছে অগনিত ভক্তরা৷