রাজ্য বিভাগে ফিরে যান

আম বাঙালির স্বার্থে গৃহস্থ বাড়িতে স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত স্থগিত রাজ্যের

June 10, 2025 | 2 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১০:৩০: গৃহস্থ বাড়িতে স্মার্ট মিটার বসানোকে কেন্দ্র করে বিগত কয়েকদিন ধরে জেলায় জেলায় ক্ষোভ জমছিল। মন্ত্রিসভার বৈঠকেও বিষয়টি আলোচিত হয়। এরপরই সাধারণ মানুষের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিজ্ঞাপ্তি জারি করে রাজ্য বিদ্যুৎ দপ্তর জানায়, গৃহস্থ বাড়িতে স্মার্ট মিটার লাগানো বন্ধ রাখা হল।

বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকারি অফিস এবং টেলি কমিউনিকেশন টাওয়ারের মতো বিভিন্ন ক্ষেত্রে বিগত কয়েক মাসে সফলভাবে স্মার্ট মিটার বসিয়েছে রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম। বিদ্যুৎ বিশেষজ্ঞদের মতে, স্মার্ট মিটারের ফলে বিদ্যুতের খরচ নিয়ন্ত্রণে থাকে। সেই কারণে রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তর পরীক্ষামূলকভাবে বেশ কয়েকটি জেলায় গৃহস্থের বাড়িতে স্মার্ট মিটার বসানোর কাজ শুরু করে। কিন্তু একাধিক এলাকায় এই মিটার নিয়ে নানা অভিযোগ উঠতেই বিদ্যুৎ বণ্টন নিগম পিছু হঠে। সোমবার বিদ্যুৎ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়, গৃহস্থের বাড়িতে আপাতত স্মার্ট মিটার লাগানো বন্ধ রাখা হচ্ছে। প্রসঙ্গত, দুই ২৪ পরগনা, বর্ধমান, বাঁকুড়ার মতো কয়েকটি জেলার নির্দিষ্ট কিছু জোনে গৃহস্থদের বাড়িতে স্মার্ট মিটার বসেছিল। এরপরই একাধিক ডিভিশনাল ইঞ্জিনিয়ার দপ্তরে বিক্ষোভ হয়।

স্মার্ট মিটার চালু হলে গ্রাহকরা কী কী সুবিধা পাবেন তা বিদ্যুৎ বিশেষজ্ঞরা জানিয়েছেন। সাধারণ মিটারে এতদিন যে টাকা সিকিউরিটি ডিপোজিট ছিল, স্মার্ট মিটারে শুরুতেই তা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। যদি টাকা শেষ হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যাবে না বলে নিশ্চিত করেছে বিদ্যুৎ বণ্টন নিগম। আরও ৩০০ টাকা পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন স্মার্ট মিটারের গ্রাহকরা। স্মার্ট মিটারে বেশি বিল আসবে বলে যে গুজব ছড়ানো হচ্ছে তা ভ্রান্ত বলেই দাবি বিদ্যুৎ বিশেষজ্ঞদের। গ্রাহকরা নিজেরা মিটার সেটিং করে নিলে বিদ্যুৎ খরচের হিসাবও মেসেজের মাধ্যমে পেয়ে যাবেন। স্মার্ট মিটারের সঙ্গে একটি ইন হাউস ডিসপ্লে মনিটর বোর্ড থাকছে, যা প্রতি মুহূর্তে কতটা বিদ্যুৎ খরচ হচ্ছে তা জানিয়ে দেবে। এছাড়াও গ্রাহক যখন বাড়িতে থাকবেন না তখন মোবাইলের মাধ্যমে গোটা পরিষেবা বন্ধ রাখতে পারবেন। এতে বিদ্যুৎ বিভ্রাটজনিত দুর্ঘটনা এড়ানো যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #Nabanna, #smart meter

আরো দেখুন