মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ‘মিথ্যাচার’, শুভেন্দুর বিরুদ্ধে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল তৃণমূল

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ২১:০০: সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে মঙ্গলবার বিধানসভায় আলোচনা প্রস্তাব এনেছিল শাসকদল তৃণমূল। আলোচনায় অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), বিরোধী দলনেতা-সহ শাসক, বিরোধী উভয়পক্ষের একাধিক বিধায়ক।
সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল তৃণমূল। মঙ্গলবার বিকেলে রাজ্যের শাসকদলের তরফে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেনেরা এ সংক্রান্ত নোটিস জমা দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে।
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “বিধানসভার ভেতরে মুখ্যমন্ত্রী এমন কোনও কথা বলেননি যা পাকিস্তানের সপক্ষে বিবৃতি দিয়েছেন বলে প্রমাণিত হয়। অথচ বিরোধী দলনেতা এ নিয়ে বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকে মিথ্যাচার করেছেন। এ ব্যাপারেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ জমা পড়েছে। এ ব্যাপারে কমিটি আগামিকাল প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
স্পিকার এও বলেন, একজন বিরোধী দলনেতার দায়িত্বশীল আচরণ করা উচিত, উনি সেটা পালন করছেন না। এটা রাজ্যের সুস্থ গণতন্ত্রের জন্য খুবই দুর্ভাগ্যজনক। এই নিয়ে মোট আট বার বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের অভিযোগ এল বিধানসভায়।