ফের দাবার আন্তর্জাতিক মঞ্চে বিশ্বনাথন আনন্দ

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ২০:৩০: বিশ্বনাথন আনন্দকে ফের দাবার বোর্ডে দেখা যাবে। মাঝখানে বেশ কয়েক বছর আন্তর্জাতিক মঞ্চ থেকে সরে থেকে ছাত্র তৈরিতে মনোনিবেশ করছিলেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ (Viswanathan Anand)। কিন্তু চৌষট্টি খোপের লড়াই থেকে পুরোপুরি অবসর নেননি।
তাঁর হাত ধরে ভারতের নতুন প্রজন্ম উঠে এসেছে বিশ্বমঞ্চ মাতাতে। ডি গুকেশ থেকে রমেশবাবু প্রজ্ঞানন্দ, নিজেদের প্রমাণ করেছেন। সেখানে বিশ্বনাথন আনন্দ শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ২০২৪-র অক্টোবরে, লন্ডনের ডব্লুআর চেস মাস্টার্সে। চ্যাম্পিয়ন হয়েছিলেন অর্জুন এরাইগিসি। এবার ফের আনন্দকে দেখা যাবে দাবার মঞ্চে।
এবার আনন্দ আরও বৃহত্তর মঞ্চে নামতে চলেছেন। জানা গিয়েছে, ওয়ার্ল্ড র্যাপিড অ্যান্ড ব্লিৎজ টিম চেস চ্যাম্পিয়নশিপে (World Rapid and Blitz team chess championship) ফ্রিডম টিমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভারতের এই প্রবাদপ্রতিম দাবাড়ু। এই দলে একমাত্র ভারতীয় হিসাবে আছেন আনন্দ। আজ মঙ্গলবার থেকেই লন্ডনে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। চলবে ১৬ জুন পর্যন্ত।