রাজ্য বিভাগে ফিরে যান

বেসরকারি হাসপাতালের চিকিৎসার খরচে লাগাম টানতে বিধানসভায় বিল আনছে রাজ্য

June 10, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১১:০০: দিন দিন চিকিৎসার খরচ বৃদ্ধি পাচ্ছে। মূলত বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে রীতিমতো ঘটি-বাটি বেচার উপক্রম হয় আম জনতার। রোগ নির্ণয় থেকে নিরাময়; বেসরকারি হাসপাতালে রয়েছে প্যাকেজের ব্যবস্থা। চিকিৎসার যাবতীয় খরচ একত্রে রোগীর বাড়ির লোকজনকে জানিয়ে দেওয়া হয় আগেই। প্যাকেজে তাঁরা রাজি হলেই শুরু হয় চিকিৎসা। তারপরই বাড়তে থাকে খরচের পরিমাণ। বেড ভাড়া বাবদ খরচ বেশি দেখিয়ে, ডাক্তারের ভিসিট চার্জ বাড়িয়ে, কোথাও বিভিন্ন টেস্ট, ওষুধের বিপুল খরচ দেখিয়ে প্যাকেজের বাইরেও টাকা নেওয়ার অভিযোগ ওঠে বহু নার্সিংহোমের বিরুদ্ধে। এবার সাধারণ মানুষকে এহেন বাড়তি ব্যয়ের বোঝা থেকে স্বস্তি দিতে তৎপর হয়েছে রাজ্য সরকার। জানা যাচ্ছে, চলতি বিধানসভা অধিবেশনে এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য।

বেসরকারি হাসপাতালের বিলে নিয়ন্ত্রণ ও স্বচ্ছতার স্বার্থে ‘দ্য ওয়েস্টবেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যামেন্ডমেন্ট ২০২৫’ শীর্ষক বিল আনছে রাজ্য। সোমবার থেকে বিধানসভার বর্ষাকালীন অধিবেশন শুরু হয়েছে। বাদল অধিবেশনেই বিলটি বিধানসভায় আলোচনার জন্য আসবে বলে জানা গিয়েছে। নার্সিংহোমগুলি যাতে প্যাকেজের বাইরে এক টাকাও বেশি নিতে না পারে, তা নিশ্চিত করতে কড়া আইনি সংস্থান থাকছে বিলে। নিয়ম অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিধানও থাকছে সেখানে।

অভিযোগ, কোনও রোগীর নির্দিষ্ট রোগের চিকিৎসা চলাকালীন আনুষঙ্গিক অন্যান্য রোগের চিকিৎসা সংক্রান্ত বিল প্যাকেজের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। রোগী বা তার বাড়ির লোকজন সময়মতো তা জানতেও পারছেন না কোনও কোনও ক্ষেত্রে। বিল মেটাতে গিয়ে মাথায় হাত পড়ছে! প্রয়োজন না-থাকলেও রোগীকে আইসিইউ, ভেন্টিলেশনে রেখে দিয়ে বিল বাড়ানোর মতো অভিযোগ ওঠে। বিল আইনে পরিণত হওয়ার পর সাধারণ মানুষের দুর্ভোগ কমবে বলে আশা ওয়াকিবহাল মহলের।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #private hospitals, #WB Legislative Assembly, #bill, #WB govt

আরো দেখুন