দেশ বিভাগে ফিরে যান

Kumbh Mela Stampede: কুম্ভে পদপিষ্টদের পরিবারের এখনও ক্ষতিপূরণ দেয়নি যোগী সরকার

June 10, 2025 | 2 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ৯:০০: যেখানে সরকারি অব্যবস্থা, পরিকল্পনাহীনতা এবং উদাসীনতার জন্য বেঙ্গালুরুতে পদপিষ্ট (Bengaluru Stampede) হয়ে ১১জন মানুষের মৃত্যুতে সরগরম জাতীয় রাজনীতি, তখন বেমালুম হারিয়ে গিয়েছে কুম্ভমেলায় (Kumbh Mela) ভিড়ের চাপে পিষ্ট হয়ে মানুষের মৃত্যুর কাহিনী। ক্ষতিপূরণের আশ্বাস দিলেও আক্রান্তদের পরিবারদের এখনও ক্ষতিপূরণ দেয়নি যোগী আদিত্যনাথের সরকার (Uttar Pradesh Government)।

এই বিষয়ে উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে তুলোধনা করেছে এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court)। গত শুক্রবারের শুনানিতে বিচারপতি সৌমিত্র দয়াল সিং ও বিচারপতি সন্দীপ জৈনের বেঞ্চ পরিষ্কার জানিয়েছে, আক্রান্তদের পরিচয় যখন সরকারের কাছে অজানা নয়, তখন ক্ষতিপূরণ দিতে টালবাহানা অজুহাত ছাড়া কিছুই নয়।

যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সরকারের কাছ থেকে মানুষের পদপিষ্ট হওয়ার ঘটনায় এখনও কতগুলি পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, বা কতজনকে সংশ্লিষ্ট তালিকাভুক্ত করে তাঁদের দেহের ময়নাতদন্ত করা হয়েছে – এই সংক্রান্ত নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বলেই জানা যাচ্ছে।

সরকারি পরিসংখ্যান বলছে, কুম্ভমেলার (Maha Kumbh) সময় মৌনি অমাবস্যা (Mauni Amavasya) তিথিতে হুড়োহুড়ির জন্য ৩০জন মানুষের মৃত্যু হয়। বেসরকারী তথ্যের ভিত্তিতে এই সংখ্যা অনেক বেশি। সেই সময় বাঁচার জন্য ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করে যোগী সরকার, এবং কোনো যাদুমন্ত্রবলে ধামাচাপা পড়ে যায় এই খবর।

পদপিষ্ট হয়ে মৃত এক মহিলার স্বামী, জনৈক উদয়প্রতাপ সিং ক্ষতিপূরণ পেতে দেরি হওয়ায় সরকারের বিরুদ্ধে আদালতে মামলা করেন, যে কেসের উত্তর দিতে গিয়ে উত্তরপ্রদেশ সরকারের (UP Government) আইনজীবী সওয়াল করেন যে ক্ষতিপূরণের কোনো আর্জি জানানো হয়নি মৃতার পরিবারের পক্ষ থেকে। এই জবাব শুনে এলাহাবাদ হাইকোর্টের মাননীয় বিচারপতি এটিকে স্রেফ “অজুহাত” বলেন।

কোর্ট জানায়, সরকার ক্ষতিপূরণ (compensation) ঘোষণা করলে তা আক্রান্তের (stampede victims) পরিবারের কাছে সুষ্ঠভাবে পৌঁছে দেওয়া সরকারেরই কর্তব্য। আগামী ১৮ জুলাই মৃতদের সকল তথ্য আদালতকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যোগী সরকারকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Compensation, #Yogi Government, #mahakumbha stampede

আরো দেখুন