সমস্ত সংশয় দূর করে প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল ব্রাজিল

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১০:৩০: আন্সেলোত্তি-ভিনিসিয়াস জুটিতে ভর করে সমস্ত সংশয় দূর করে প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপে (FIFA World Cup 2026) জায়গা করে নিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil )। মারাকানায় নামার আগে আন্সেলোত্তির আমলে একটি ম্যাচই খেলেছিল ব্রাজিল। ইকুয়েডরের বিরুদ্ধে সেই ম্যাচটা শেষ হয়েছিল গোলশূন্যভাবে। কিন্তু এদিন যে ব্রাজিলকে দেখা গেল, তা একান্তভাবেই আন্সেলোত্তির ব্রাজিল। আর ছন্নছাড়া নয়, নিজেদের মধ্যে বোঝাপড়ার ছবিটাও অনেক পরিষ্কার। দ্রুত গতির কাউন্টার অ্যাটাক, বল দখলে রাখা, পাসিং- সবেতেই অনেক তফাৎ। হাফটাইমের আগে ভিনিসিয়াসের গোলটা এল ঠিক সেভাবেই। ডানদিক থেকে বক্সের মধ্যে ঢুকে পড়েন ম্যাথিউস কুনহা। তাঁর মাটি ঘেঁষা ক্রস থেকে জালে বল জড়িয়ে দেন ভিনি। প্যারাগুয়ের (Paraguay) ডিফেন্ডাররা বুঝতেই পারেননি, শিকারী বাঘের মতো ব্রাজিলের ‘নম্বর টেন’ ছিটকে বেরিয়ে এসেছিলেন। ওই এক গোলেই জিতল ব্রাজিল।
এবারের বিশ্বকাপ বাছাইপর্ব ব্রাজিলের জন্য একেবারেই ভালো যাচ্ছিল না। প্যারাগুয়ে ম্যাচের আগে শেষ ৫ ম্যাচে তাদের জয় ছিল মাত্র একটি। আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচেও ব্রাজিলের পারফরম্যান্সে দাপট ছিল না। তবে বুধবার (১১ জুন) ভোরের ম্যাচে ব্রাজিলকে অনেকটাই আগ্রাসী ভূমিকায় দেখা গেছে। প্যারাগুয়ের দুর্বল রক্ষণ হোক বা নিজেদের আক্রমণভাগের সক্ষমতা, ব্রাজিলের খেলায় আজ অন্তত সমর্থকদের নতুন আশা দেখাচ্ছে। দক্ষিণ আমেরিকা থেকে এর আগেই বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে নিয়েছিল আর্জেন্টিনা।