রাজ্য বিভাগে ফিরে যান

শিয়ালদহে বাতিল ৪৬টি লোকাল, ভোগান্তি নিত্যযাত্রীদের

June 12, 2025 | 2 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১০:৩৭: পূর্ব রেল (Railway) সূত্রে খবর, এই সপ্তাহের শেষে শিয়ালদহ ডিভিশনে (Sealdah Division) বেশ কিছু লোকাল ট্রেন (local train) বাতিল করা হচ্ছে। যার মধ্যে অধিকাংশ ট্রেন শান্তিপুর লাইনের।পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথের সময়েও বদল ঘটানো হয়েছে।

টানা আড়াই দিন দুর্ভোগের শিকার হবেন রানাঘাট-কৃষ্ণনগর (Ranaghat – Krishnanagar) শাখার নিত্যযাত্রীরা। ট্রেন বাতিল, অনিয়মিত ট্রেন চলাচলের পাশাপাশি কিছু ট্রেনের যাত্রাও সংক্ষিপ্ত করা হবে। আগামী শুক্রবার এবং শনিবার শিয়ালদা শাখায় ৪৬টি লোকাল ট্রেন বাতিল থাকবে।

ট্রেন বাতিলের কারণ:

শিয়ালদহ ডিভিশনের কালীনারায়ণপুর-শান্তিপুর (Shantipur)অংশে চতুর্থ লাইনে শুক্রবার সকাল ১০ টা থেকে রবিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত নন-ইন্টারলকিংয়ের (Non-Interlocking Work) কাজ চলবে। ৫৬ ঘন্টা ধরে চলবে এই নন-ইন্টারলকিংয়ের কাজ।

রেলের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বাতিল ট্রেনের তালিকা:

শুক্রবার শিয়ালদহ-শান্তিপুর শাখায় বাতিল : আপ ৩১৫৩৭, আপ ৩১৫৩৯, আপ ৩১৫৪১, ডাউন ৩১৫৩৮, ডাউন ৩১৫৪০, ডাউন ৩১৫৪২

শনিবার শিয়ালদহ-শান্তিপুর শাখায় বাতিল : আপ ৩১৫১১, আপ ৩১৫১৩, আপ ৩১৫১৫, আপ ৩১৫১৭, আপ ৩১৫৩৭, আপ ৩১৫৩৯, আপ ৩১৫৪১, ডাউন ৩১৫১২, আপ ৩১৫১৪, আপ ৩১৫১৬, আপ ৩১৫১৮, আপ ৩১৫৩৮, আপ ৩১৫৪০, আপ ৩১৫৪২

শনিবার রানাঘাট-শান্তিপুর শাখায় বাতিল: আপ ৩১৭৮১, আপ ৩১৭৮৫, ডাউন ৩১৭৮২, ডাউন ৩১৭৮৮

শনিবার রানাঘাট-শান্তিপুর-কৃষ্ণনগর শাখায় বাতিল: আপ ৩১৫৮৫, আপ ৩১৫৮৬

শনিবার রানাঘাট-কৃষ্ণনগর শাখায় বাতিল : আপ ৩১৭২৫, আপ ৩১৭২৬

শনিবার শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় বাতিল : আপ ৩১৮৪৩, ডাউন ৩১৮৪৪

রবিবার শিয়ালদহ-শান্তিপুর শাখায় বাতিল :আপ ৩১৫১১, আপ ৩১৫১৩, আপ ৩১৫১৫, আপ ৩১৫১৭, ডাউন ৩১৫১২, আপ ৩১৫১৪, আপ ৩১৫১৬, আপ ৩১৫১৮

রবিবার রানাঘাট-শান্তিপুর শাখায় বাতিল : আপ ৩১৭৮১, আপ ৩১৭৮৫, ডাউন ৩১৭৮২, ডাউন ৩১৭৮৮

রবিবার রানাঘাট-শান্তিপুর-কৃষ্ণনগর শাখায় বাতিল : আপ ৩১৫৮৫, আপ ৩১৫৮৬

ট্রেনের সময় বদল হয়েছে:

১) ৩১৫১২ ডাউন শান্তিপুর-শিয়ালদহ লোকাল: শুক্রবার রাত ৩ টে ২২ মিনিটের পরিবর্তে ভোর ৪ টে ৭ মিনিটে ছাড়বে।

২) ৫৩১৭২ ডাউন লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জার: শুক্রবার রাত ১০ টা ১৫ মিনিটের পরিবর্তে শনিবার (১৪ জুন) রাত ১২ টা ১৫ মিনিটে লালগোলা থেকে ছাড়বে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sealdah Station, #sealdah, #local trains, #train cancelled

আরো দেখুন