মোহনবাগানের সচিব হলেন সৃঞ্জয় বোস

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.৪০: মোহনবাগানের সচিব হলেন সৃঞ্জয় বোস। শনিবার সন্ধ্যায় মোহনবাগান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায় সচিব হিসেবে সৃঞ্জয় বোসের নাম ঘোষণা করেন। এছাড়াও আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় মোহনবাগানের কমিটির ২১ সদস্যের নাম।
শনিবার সন্ধ্যায় মোহনবাগানের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায় নতুন সচিব হিসাবে সৃঞ্জয়ের নাম ঘোষণা করেন। গত ৯ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে সৃঞ্জয় সচিব পদে মনোনয়ন জমা দিয়েছিলেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল শুক্রবার। সৃঞ্জয় ছাড়া আর কেউ সচিব পদে মনোনয়ন জমা না দেওয়ায় তিনিই যে নতুন সচিব হচ্ছেন তা আগেই ঠিক ছিল।
প্রথম দিকে দুই পক্ষ আলাদা আলাদা প্রচার করলেও মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে দেখা যায় সৃঞ্জয় ও প্রাক্তন সচিব দেবাশিস দত্ত সমঝোতা করে প্যানেল জমা দিচ্ছেন। যৌথ সাংবাদিক বৈঠকও করেছিলেন তাঁরা। সেখানে জানিয়েছিলেন, ক্লাবের স্বার্থে একজোট হয়েছেন তাঁরা।
যা খবর তাতে ক্লাবের নতুন সভাপতি হতে চলেছেন দেবাশিস।