Happy Fathers Day: সদ্য বাবা হয়েছেন, পিতৃ-দিবসে চোখে জল আনা পোস্ট পরমব্রতর, কী লিখেছেন তিনি?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:২৮: ভিন্ন ভাষা ও সমাজে ডাকা হয় আলাদা নামে। কিন্তু প্রায় সব বাবারাই তাদের সন্তানের কাছে বটবৃক্ষসম। হাজারো ব্যস্ততার মধ্যেও আমাদের জীবনকে আরও উন্নত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যান তারা। কয়েকটি শব্দে বাবাদের সংজ্ঞা দেওয়া মুশকিল। বলা চলে নিখাদ ভালবাসা এবং স্নেহের সঠিক সংজ্ঞা বাবা।
আজ ১৫ জুন পিতৃ-দিবস। আর বাবা হওয়ার পর, এটাই প্রথম ফাদার্স ডে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের। স্বাভাবিকভাবেও আজকের দিনটার গুরুত্ব তাই একদম আলাদা। তবে এই বিশেষ দিনে, নিজের বাবাকে বড্ড মিস করছেন তিনি। যা ধরা পড়ল তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টেও।
তিনি লিখেছেন, ‘মা হওয়া কী মুখের কথা!’ হ্যাঁ, নিঃসন্দেহে এতে কোনো ভুল নেই। মাতৃত্ব মানেই ত্যাগ, যন্ত্রণা, নিদ্রাহীন রাত, মানসিক টানাপোড়েন— সবকিছু মিলিয়ে এক জীবন্ত বিসর্জনের গল্প। সমাজও সেই কষ্টকে সম্মানের সঙ্গে তুলে ধরে। কিন্তু বাবারা? পিতৃত্বকে খুব সহজেই ‘বটগাছ’-এর সঙ্গে তুলনা করা হয়— ছায়া দেয়, সুরক্ষা দেয়, কিন্তু সে নিজে কতখানি রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ভিজে দাঁড়িয়ে থাকে— তা খুব কমই আলোচনায় আসে।
পরমব্রত চট্টোপাধ্যায় বলেছেন, গত পনেরো দিন ধরে প্রতিটা মুহূর্তে আমি অনুভব করার চেষ্টা করছি— কীভাবে পিতৃত্ব একটা মানুষকে গড়ে তোলে, তাকে কতখানি অস্থিরতা, দায়িত্ব আর আত্মসংযমের মধ্যে দিয়ে যেতে হয়। আমি উপলব্ধি করছি সেই বোঝাটাকে, যেটা নিঃশব্দে কাঁধে তুলে নিয়েছিলেন আমার বাবা। তিনি আজ নেই।
পরমব্রত আরও বলেন, হাতে ধরে শিখিয়ে দেওয়ার মতো, চোখে চোখ রেখে সাহস দেওয়ার মতো কেউ নেই আর। তিনি জানাচ্ছেন, তবু এই সময়টাতে— যেটা আমার সবচেয়ে বেশি তোমাকে প্রয়োজন ছিল, বাবা— আমি তোমার শিক্ষা, তোমার নিঃশব্দ পথনির্দেশ খুঁজে নিচ্ছি নিজের ভেতরেই। তিনি বলছেন, তোমাদের নিঃশব্দ সংগ্রাম, ছায়ার মতো উপস্থিতি, আর নিঃস্বার্থ ভালোবাসার জন্য— শুভ পিতৃদিবস।
দুটি ছবি শেয়ার করে নিয়েছেন পরমব্রত। একটিতে বাবার পাশে ছোট্ট বয়সের পরমব্রত। আরেকটি ছবিতে বিছানায় তাঁর ১৫ দিনের পুত্র সন্তান। বাবার একটা আঙুল নিজের মুঠোয় ধরে আছে সে।
উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বর মাসে বিয়ের করেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। বহু বছর আগেই মা-বাবাকে হারিয়েছেন অভিনেতা। পিয়ার সঙ্গেই নতুন করে পেতেছেন সংসার। এরপর ২০২৫ সালের ভ্যালেন্টাইন্স ডে-র পরের দিন, অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি জানান প্রেগন্যান্সির খবর। আর পরম-পুত্রের জন্ম হয় ১ জুন তারিখে।