Ahmedabad Plane Crash: বিধ্বংসী বিমান দুর্ঘটনায় স্বচ্ছ তদন্তের দাবিতে সরব অমিতাভ বচ্চন, তবে কি নেপথ্যে ষড়যন্ত্রের জাল?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:২৬: আহমেদাবাদে বিধ্বংসী বিমান দুর্ঘটনার ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। কীভাবে ঘটল এমন দুর্ঘটনা? কারণ খুঁজতে চলছে তদন্ত। আম জনতা থেকে তারকা সকলেই এ ঘটনায় স্তম্ভিত! দুর্ঘটনার ভয়াবহতা দেখে বলিউডের তারকারাও প্রতিক্রিয়া দিয়েছেন। প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন এবার স্বচ্ছ তদন্তের দাবি জানালেন।
দুঃখপ্রকাশ করে ব্লগে অমিতাভ লিখেছেন, “বিমান দুর্ঘটনার জেরে অত্যন্ত যন্ত্রণা হচ্ছে এবং গভীরভাবে শোকাচ্ছন্ন। এই দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারালেন তাঁদের প্রতি সহানুভূতি রইল।” তিনি আরও আরও লেখেন, “যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি শোক যেন সংহতির রূপ নেয়। স্বচ্ছ তদন্তের মাধ্যমে যেন সবটা আমাদের স্মৃতিতে থাকে। অর্থপূর্ণ পদক্ষেপ যেন করা হয়, যাতে ক্ষতিগ্রস্তরা সেরে উঠতে পারেন।” বিগ বি স্বচ্ছ তদন্তের দাবি জানাতেই উঠছে প্রশ্ন, তবে কি বিমান দুর্ঘটনার নেপথ্যে কোনও ষড়যন্ত্রের আঁচ পাচ্ছেন দেশ বরেণ্য অভিনেতা?
বিমান দুর্ঘটনার ২৪ ঘণ্টা পর এক্স হ্যান্ডলেও পোস্ট করেছিলেন বিগ বি। তিনি লিখেছিলেন, “হে ভগবান! হে ভগবান! হে ভগবান! স্তব্ধ ও আহত! ঈশ্বর কৃপা করুন। ক্ষতিগ্রস্তদের জন্য হৃদয় থেকে প্রার্থনা করছি।” উল্লেখ্য, আহমেদাবাদের বিমান দুর্ঘটনা নিয়ে সমাজ মাধ্যমে দুঃখপ্রকাশ করেছেন বলিউডের তাবড় তারকারা। শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, পরিণীতি চোপড়ার মতো তারকারা ইতিমধ্যেই সমাজ মাধ্যমে শোকপ্রকাশ করেছেন।
