পুণের ইন্দ্রায়নী নদীর উপর সেতু বিপর্যয়, বহু পর্যটকের মৃত্যুর আশঙ্কা, শোকপ্রকাশ মমতা-অভিষেকের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩০: রবিবার দুপুরে পুণের কাছে ইন্দ্রায়নী নদীর উপর ভেঙে পড়ল সেতু। জানা যাচ্ছে, প্রায় ২০ জন পর্যটক নদীতে পড়ে যান। এই ঘটনায় বহু পর্যটকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই উদ্ধারকাজ আরম্ভ হয়েছে। ৫-৬ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী ছ’জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলও সেখানে পৌঁছেছে।
পনেরো জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। আশঙ্কা করা হচ্ছে, খরস্রোতা নদীর জলের তোড়ে অনেকেই ভেসে গিয়েছেন। তাঁদের বেশির ভাগই পর্যটক। পুণের পিম্পরি-চিঞ্চওয়াড় থানা এলাকার কুন্দমালা গ্রামের কাছে এই সেতুর উপর পর্যটকেরা প্রায়ই বেড়াতে যান। আজ রবিবার হওয়ায় ভিড় জমেছিল। তখনই ঘটে যায় দুর্ঘটনা। সেতুটির অবস্থা জরাজীর্ণ। বর্ষাকালে নদীর জলস্তর বৃদ্ধি পেলে, সেখানে খরস্রোত দেখার জন্য অনেকেই ভিড় করেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, জলের স্রোতেই ভেঙে গিয়েছে সেতুটি।
এই ঘটনায় রীতিমতো চমকে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, নানাবিধ দুর্ঘটনার ধাক্কায় বিপর্যস্ত দেশের পরিবহণ ব্যবস্থা—রেল, বিমান, এবার সড়কও। আজ, পুণের কাছে ইন্দ্রায়ণী নদীর উপর একটি সেতু ভেঙে পড়ার ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ। প্রাথমিকভাবে যা খবর, তাতে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই সংবাদমাধ্যমে একাধিক মৃত্যুর খবর এসেছে। অনেকে এখনও নিখোঁজ।
তিনি লেখেন, এই ভয়াবহ দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি রইল আমার গভীর সমবেদনা। যাঁরা এখনও নিখোঁজ, তাঁদের জীবনপ্রার্থনা করছি। সাম্প্রতিক সময়ে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা যেন দেশের পরিবহণ পরিকাঠামোর গভীর দুর্বলতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ নেওয়া জরুরি—নইলে এরকম মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি আটকানো যাবে না।
এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখছেন, “পুণের কাছে ইন্দ্রায়ণী নদীর উপর দুঃখজনক সেতু ভেঙে পড়ার ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। বেশ কয়েকজন পর্যটকের ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, এই খবর হৃদয়বিদারক। এই শোকের মুহূর্তে শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।”
দ্রুত গতিতে উদ্ধারকাজ সম্পন্ন করার জন্য এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছেন অভিষেক। নিখোঁজদের নিরাপদে উদ্ধার এবং স্বজন হারানোর অকল্পনীয় ক্ষতি সহ্য করার জন্য পরিবারগুলিকে শক্ত রাখার জন্য প্রার্থনা করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ।