শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তি সনিয়া গান্ধী
June 15, 2025 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২৩:৩১: রবিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হল কংগ্রেস (Congress) নেত্রী তথা সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধিকে (Sonia Gandhi)। প্রাথমিক ভাবে জানা গিয়েছে পেটের সমস্যার কারণে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে (Sir Ganga Ram Hospital) ভর্তি হয়েছেন সনিয়া। গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের তত্ত্বাবধানে আছেন তিনি এবং সূত্রের খবর, চিকিৎসকদের একটি দল তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে।
৭ জুন হিমাচল প্রদেশের শিমলা সফরে গিয়ে অসুস্থতা বোধ করেছিলেন সনিয়া। এক স্থানীয় কংগ্রেস নেতাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছিল, ওই দিন বিকেলের দিকে শিমলার ছারাব্রায় তাঁর ব্যক্তিগত বাসভবনেই অসুস্থ পড়েছিলেন কংগ্রেস নেত্রী। সাম্প্রতিক কয়েক বছরে বারে বারে অসুস্থ হয়েছেন তিনি।