Census 2027: বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র, কবে থেকে শুরু হচ্ছে জনগণনা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪৪: অবশেষে জনগণনার প্রক্রিয়া শুরু হয়ে গেল। সোমবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানাল কেন্দ্র। দেশে দুই দফায় হবে জনগণনা। জানা গিয়েছে, ২০২৬ সালের ১ অক্টোবর মধ্যরাত থেকে প্রথম দফায় লাদাখ, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে জনগণনা শুরু হবে। অন্যদিকে, ২০২৭ সালের ১ মার্চ মধ্যরাত থেকে দেশের বাকি রাজ্যগুলিতে শুরু হবে জনগণনা।
ভারতে প্রতি ১০ বছর অন্তর জনগণনা পরিচালিত হয়, যার মাধ্যমে দেশের জনসংখ্যা, আর্থ-সামাজিক অবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়। এই জনগণনা বিশ্বের বৃহত্তম প্রশাসনিক অনুশীলনগুলির মধ্যে একটি, যা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে রেজিস্ট্রার জেনারেল এবং আদমশুমারি কমিশনারের কার্যালয় দ্বারা পরিচালিত হয়। করোনা মহামারির কারণে, ২০২১ সালে অনুষ্ঠিত হতে চলা জনগণনা স্থগিত করা হয়েছিল এবং এখন এটি ২০২৫ সালে শুরু হচ্ছে। এর কারণে, এখন জনগণনার বৃত্তও পরিবর্তিত হয়েছে এবং এর পরে পরবর্তী জনগণনা ২০৩৫ সালে পরিচালিত হবে।
অর্থাৎ দীর্ঘ ১৬ বছর পর অবশেষে সেই প্রক্রিয়া শুরু হতে চলেছে। এটিই হবে নরেন্দ্র মোদী সরকারের প্রথম জনগণনা। ঘটনাচক্রে, গত মাসেই জনগণনার সঙ্গে জাতগণনা করার কথা ঘোষণা করেছিল কেন্দ্র। প্রশ্নোত্তরের ভিত্তিতে জাত এবং জনগোষ্ঠী সম্পর্কিত বিভিন্ন তথ্যও এ বারের জনগণনা পর্বে সংগ্রহ করা হবে বলে জানা গিয়েছে। ২০২৮ সালে এ সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসতে পারে।
জনগণনার প্রথম ধাপে পারিবারিক আয়, সম্পদের পরিমাণ, আবাসন বা বাড়ির পরিস্থিতি এবং সুযোগ-সুবিধা সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হবে। এই ধাপটিকে বলা হয় ‘হাউসলিস্টিং অপারেশন (এইচএলও)’। এবারের জনগণনা পুরোটাই ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে। তাই এই প্রথমবার জনগণ বাড়িতে বসেই প্রশ্নের উত্তর দিতে পারবে। দ্বিতীয় ধাপে পরিবারের প্রতিটি সদস্যের আর্থ-সামাজিক-সহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হবে। এই ধাপটিকে বলা হয় ‘পপুলেশন এনুমেরেশন’। এবার প্রথমবার জনগণনার সঙ্গে জাতিগত জনগণনাও করা হবে।