আষাঢ়ের শুরুতেই খুশির খবর! কাকদ্বীপে ফিরল একের পর এক ইলিশ বোঝাই ট্রলার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১৬: আষাঢ়ের প্রথম সকালেই দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে যেন উৎসবের আমেজ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এসে গেল সেই কাঙ্ক্ষিত রুপোলি শস্য—ইলিশ! সোমবার সকাল সকাল নামখানার খেয়াঘাটে একে একে ফিরে আসে অন্তত ২৫টি ট্রলার। প্রত্যেকটিই উপচে পড়ছে ইলিশে। হিসেব বলছে, প্রায় ২৫ টন ইলিশ উঠেছে একদিনেই। এমন সাফল্যে আনন্দে আত্মহারা উপকূলের মৎস্যজীবীরা।
গত শনিবার রাতে ইলিশের (Hilsa) খোঁজে সুন্দরবন থেকে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল মৎস্যজীবীদের একাধিক ট্রলার। সোমবার চলে এল খুশির খবর। প্রায় ২৫ টন ‘রুপোলি শস্য’ নিয়ে ফিরে এসেছে সেগুলি। অন্যান্য মাছের পাশাপাশি এত ইলিশও ধরা পড়েছে মৎস্যজীবীদের জালে।
কাকদ্বীপ ফিশারমেন অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আবহাওয়া যদি সঙ্গ দেয় তাহলে এবছর ইলিশ নিয়ে বারেবারে সুখবরই আসবে। তিনি এও বলেন, আর মাত্র কয়েকদিনের মধ্যেই বিভিন্ন বাজার ভরে যাবে ‘মাছের রাজা’য়। তবে ইলিশপ্রেমীরা যাঁরা বাজারের দিকে তাকিয়ে আছেন, তাঁদের জন্য এখনও খানিকটা অপেক্ষা। কারণ, এই মুহূর্তে চাহিদার তুলনায় জোগান কম, ফলে দাম চড়া থাকবে কিছুটা। তবে সংগঠনের আশ্বাস—জাল যত বেশি পড়বে, ততই কমবে দাম।