Weather: ভারী বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯:১১: পড়ে গিয়েছে আষাঢ় মাস, অর্থাৎ অফিশিয়ালি শুরু হয়ে গেল বর্ষাকাল (Monsoon)। ইতিমধ্যেই বর্ষা ঢুকে গিয়েছে উত্তরবঙ্গে (North Bengal), এবং সব নিয়ম মেনেই আগামী তিনদিনের মধ্যে দক্ষিণবঙ্গেও (South Bengal) বর্ষা প্রবেশ করবে বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের (Weather office)।
এই সপ্তাহের মাঝামাঝি থেকে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের কলকাতা (Kolkata) এবং বাকি সকল জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস আরও জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তার চারপাশের অঞ্চলে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায়, এবং তাতে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ঘূর্ণাবর্ত যুক্ত হওয়ায় আগামী তিন দিনে মধ্যে বাংলা-সহ পূর্ব ভারতে প্রবেশ করবে বর্ষা।
সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি হতে পারে।