আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

Israel-Iran conflict: তেহরানে টিভি চ্যানেলে লাইভ সম্প্রচার চলাকালীন ইসরায়েলের হামলা, কী করলেন সঞ্চালিকা?

June 17, 2025 | < 1 min read

ইরানের জাতীয় টেলিভিশন ভবনে ইসরায়েলি হামলা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৫৪: ইরানের (Iran) জাতীয় টেলিভিশন ভবনে ইসরায়েলি (Israel) হামলায় সেখানকার বেশ কয়েক জন কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ঠিক কত জনের মৃত্যু হয়েছে এবং তাদের পরিচয় কী, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যয়নি। ওই টেলিভিশন চ্যানেলের একজন সাংবাদিক বিবিসিকে জানিয়েছেন, হামলার সময় তাঁরা ভবনটিতে কাজ করছিলেন। তখন সরাসরি সম্প্রচার (live broadcast) চলছিল।

আকস্মিক হামলার পর কিছুক্ষণের জন্য সম্প্রচারের কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়।
কয়েক মিনিট পর অবশ্য পুনরায় সম্প্রচার কাজ চালু করতে সক্ষম হন টেলিভিশন কর্তৃপক্ষ।
একপর্যায়ে টেলিভিশনটির সম্প্রচার শাখার প্রধান পেমান জেবেলি রক্তমাখা একটি কাগজ নিয়ে পর্দায় হাজির হন। সেটি দেখিয়ে তিনি বলেন, তারা “শেষ মুহূর্ত পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন”।

ইসরায়েলের হামলার আগ মুহূর্তে ইরানের ওই জাতীয় টেলিভিশনের পর্দায় উপস্থাপিকাকে দেখা যাচ্ছিলো। হামলার সময় উপস্থাপিকাকে দ্রুত সরে যেতে দেখা যায়। অন্যদিকে, ওই সংবাদমাধ্যমের দপ্তরটি ইরান সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ইসরায়েল।

TwitterFacebookWhatsAppEmailShare

#International News, #Israel, #Iran, #Iran israel conflict, #Teheran tv

আরো দেখুন