বাদুড়ঝোলা হওয়ার দিন শেষ, ফের বাড়ছে লোকাল ট্রেনের কোচ সংখ্যা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৩:৪৫: ভিড়ে ঠাসা লোকাল ট্রেনে বাদুড়ঝোলা হয়ে যাতায়াতের দিন শেষ হতে চলেছে? ১৬ বগির লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। তেলঙ্গনার কাজিপেটে রেলের নতুন কারখানা চালু হচ্ছে। জানা যাচ্ছে, নতুন কোচ সেখানেই তৈরি হবে।
যাত্রীর সংখ্যা বৃদ্ধির কারণে এখন ১২ বগির ট্রেনেও ভিড় উপচে পড়ে।
প্রাণ হাতে করে গন্তব্যে যেতে হয় অনেক মানুষকে। দীর্ঘদিন ধরেই লোকাল ট্রেনের কোচ বাড়ানোর দাবি ছিল। কোচের সংখ্যা বৃদ্ধি হলে যাত্রীরা স্বচ্ছন্দ্যে ট্রেন যাত্রা করতে পারবেন বলেই মনে করছে রেল। জানা গিয়েছে, মোট ১০০টি মেইন লাইন ইএমএউ মেমু ট্রেন তৈরি করা হবে। ট্রেনগুলিতে ১৬ টি করে কোচ থাকবে। কোন কোন শহরে এই ট্রেন চালানো হবে, তা নিয়ে এখনও কিছু জানায়নি রেল। দেশজুড়েই লোকাল ট্রেনের কোচ সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি, মুম্বইয়ে ভিড়ে ঠাসা লোকাল থেকে পড়ে যান একাধিক যাত্রী। চার জনের মৃত্যু হয়। প্রশ্নের মুখে পড়ে রেল। ট্রেন ১৬ কোচের হলে ভিড়ের সমস্যা মিটতে পারে। ভোগান্তির দিন শীঘ্রই ফুরোতে চলেছে।