রাজ্য বিভাগে ফিরে যান

Weather Update: আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

June 19, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৭:৫৫: শেষ ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে। কখনও ভারী আবার কখনও ঝিরঝির করে বৃষ্টি চলছে। বৃষ্টির সঙ্গে দোসর হয়েছে ঝোড়ো হাওয়া। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার গতিবেগ বেশি। আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় নিম্নচাপের পালে ভর করে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। আপাতত আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিতে ভিজবে বাংলা।

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলায় প্রবেশ করেছে৷ এর প্রভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টি আবার কোথাও অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ থেকে শুক্রবার পর্যন্ত এই রাজ্যের প্রায় সব জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷ ২১ থেকে ২৩ দক্ষিণবঙ্গে সব জেলায় কমবেশি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷

পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বীরভূম, হুগলি, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমানে অতিভারী বৃষ্টি হবে৷ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Weather forecast, #Weather conditions, #rainfall alert

আরো দেখুন