রাজ্য বিভাগে ফিরে যান

Kaliganj bypoll: বৃষ্টি মাথায় নিয়েই সকাল থেকে বুথের সামনে লাইন ভোটারদের

June 19, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:৩০: সকাল ৭টা থেকে কালীগঞ্জে ভোট শুরু হয়েছে। বৃষ্টি মাথায় নিয়েই ভোটের লাইনে ভোটাররা। ভোট ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বছর ঘুরলেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন। তার আগেই আজ বাংলায় ফের ভোট। আজ নদিয়ার কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচন। ছাব্বিশের ভোটের আগে কালীগঞ্জের উপনির্বাচন কার্যত যেন সেমিফাইনাল ম্যাচ।

উপনির্বাচনে লড়াই ত্রিমুখী। তৃণমূল, বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বাম-কংগ্রেস জোটও। প্রায় ২ হাজার রাজ্য পুলিস ও ১৪ কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে হচ্ছে ভোটগ্রহণ। বুথের ভিতর তো বটেই, এবার প্রথম ভোট চলাকালীন বুথের বাইরেও রয়েছে কমিশনের নজরদারি। সঙ্গে একশো শতাংশ ওয়েবকাস্টিং (যা নিয়ে তৃণমূল কংগ্রেসের নির্দিষ্ট অভিযোগ রয়েছে।

একুশের বিধানসভা ভোটে কালীগঞ্জ কেন্দ্রটি ছিল তৃণমূলের দখলে। নির্বাচিত হয়েছিলেন নাসিরুদ্দিন আহমেদ। কিন্তু চলতি বছরে গোড়াতেই প্রয়াত হন তিনি। বাবার কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূলের বাজি তাঁর মেয়ে আলিফা আহমেদ। কালীগঞ্জ উপনির্বাচনে বিজেপি প্রার্থী স্থানীয় পঞ্চায়েত সদস্য আশিষ ঘোষ। বামেদের সমর্থনে কংগ্রেস প্রার্থী হয়েছেন কাবিলউদ্দিন শেখ।

একনজরে কালীগঞ্জ বিধানসভা সম্পর্কে-

মোট ভোটার- ২৫ লক্ষ ৪ হাজার ৪৭৮ জন।
পুরুষ ভোটার- ১৩ লক্ষ ১ হাজার ৬০৩ জন।
মহিলা ভোটার-১২ লক্ষ ৩ হাজার ২৭১ জন।
রূপান্তরকামী ভোটার-৪ জন।
মোট বুথ-৩০৯।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #kaliganj by election

আরো দেখুন