দেশ বিভাগে ফিরে যান

কমছে Air India-র টিকিট বুকিং! একের পর এক উড়ান বাতিল, শুক্রবার অল্পের জন্য রক্ষা পেল AI2469

June 20, 2025 | 2 min read

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০৭: আহমেদাবাদে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার পর এক সপ্তাহ কেটে গিয়েছে। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের ভেঙে পড়ার মর্মান্তিক স্মৃতি এখনও তাজা। বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ২৪১ জনেরই মৃত্যু হয় দুর্ঘটনায়। এই বিমান দুর্ঘটনা জনমানসে আতঙ্কের সৃষ্টি করেছে। এয়ার ইন্ডিয়ার বিমানে উঠতে ভয় পাচ্ছেন মানুষ। ওয়াকিবহাল মহলের দাবি, আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পর থেকেই এয়ার ইন্ডিয়ার বিমানের টিকিট বিক্রি কমতে আরম্ভ করেছে। গত ছ’দিনে টিকিট বিক্রি ৩০-৩৫ শতাংশ কমে গিয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে, শুক্রবার অল্পের জন্য রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার আর একটি বিমান। আজ সকালে দিল্লি থেকে পুণেগামী এয়ার ইন্ডিয়ার (Pune-Delhi Flight) বিমানে পাখির ধাক্কা লাগে। তবে বিমানটিকে নিরাপদেই অবতরণ করিয়েছেন চালক। পুণে থেকে ফের দিল্লি যাওয়ার কথা থাকলেও বিমানের ফিরতি যাত্রা বাতিল করেছে এয়ার ইন্ডিয়া।

দিল্লি থেকে পুণেগামী এয়ার ইন্ডিয়ার এআই ২৪৬৯ বিমানটি শুক্রবার ভোর ৫টা ৩১ মিনিটে রওনা দেয়। সকাল ৭টা ১৪ মিনিটে পুণে বিমানবন্দরে অবতরণ করে। বিমানে একশো জনেরও বেশি যাত্রী ছিলেন। বিমান সংস্থা জানিয়েছে, বিমানে পাখির ধাক্কা লেগেছিল। যাত্রী সুরক্ষার কারণে বিমানটির পরবর্তী যাত্রা বাতিল করা হয়। বিমানটি পরীক্ষা করা হবে বলেও জানানো হয়। যাত্রা বাতিলের জেরে যাত্রীদের টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার প্রস্তাবও দিয়েছে বিমান সংস্থা।

শুক্রবার এয়ার ইন্ডিয়ার (Air India Flight) একাধিক অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক বিমান বাতিল হয়েছে। এয়ার ইন্ডিয়া বিবৃতি দিয়ে জানিয়েছে, রক্ষণাবেক্ষণের কারণে দুবাই থেকে চেন্নাইগামী এআই ৯০৬, দিল্লি থেকে মেলবোর্নগামী এআই৩০৮, মেলবোর্ন থেকে দিল্লিগামী এআই৩০৯, দুবাই থেকে হায়দরাবাদগামী এআই২২০৪ উড়ান বাতিল করা হয়েছে। অন্তর্দেশীয় বিমানের ক্ষেত্রে পুণে থেকে দিল্লিগামী এআই৮৭৪, অহমদাবাদ থেকে দিল্লিগামী এআই৪৫৬, হয়দরাবাদ থেকে মুম্বইগামী এআই২৮৭২ এবং চেন্নাই থেকে মুম্বইগামী এআই৫৭১ উড়ানগুলি আজ বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, আহমেদাবাদে দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) পর থেকেই এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে সমাজ মাধ্যমে ক্ষোভ উগরে দিতে শুরু করেন বহু যাত্রী। অনেকেই ভীতি থেকে টিকিট বাতিল করতে বাধ্য হচ্ছেন বলেও জানান। যার জেরে এয়ার ইন্ডিয়া বিমানের টিকিট বিক্রি ধাক্কা খেতে শুরু হয়েছে। নানা মহলের দাবি, অন্তত ৩০-৩৫ শতাংশ কমে গিয়েছে নতুন বুকিং। দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার ২০ শতাংশেরও বেশি টিকিট বাতিল হয়ে গিয়েছে বলে জানিয়েছে বিভিন্ন ভ্রমণ সংস্থা। জানা যাচ্ছে, বেশিরভাগ বাতিল হওয়া টিকিট বোয়িং মডেলের বিমানের।

এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রেই কেবল টিকিট বাতিলের প্রবণতা দেখা যাচ্ছে। অন্য বিমান সংস্থার ক্ষেত্রে এখনও টিকিট বাতিলের ট্রেন্ড লক্ষ্য করা যায়নি। তাই মনে করা হচ্ছে, আহমেদাবাদের দুর্ঘটনা এই প্রবণতার কারণ। দুর্ঘটনার পর থেকে লাগাতার একাধিক বিমান বাতিল, যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার কারণে এয়ার ইন্ডিয়ার একের পর এক জরুরি অবতরণ ইত্যাদির মতো ঘটনা যাত্রীমনে বিস্তর প্রভাব ফেলেছে। তাঁরা আতঙ্কে ভুগছেন।

আতঙ্কে নিঃসরণে এগিয়ে এসেছে বিমান সংস্থা। অন্যদিকে, দেশের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক ডিজিসিএ, এয়ার ইন্ডিয়ার হাতে থাকা সমস্ত ড্রিমলাইনার ৭৮৭-৮ এবং ৭৮৭-৯ বিমানের নিরাপত্তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। এয়ার ইন্ডিয়ার কাছে বোয়িং ৭৮৭-৮ এবং ৭৮৭-৯ বিমান রয়েছে যথাক্রমে ২৬টি ও ৭টি। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ২০ জুন থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত তারা আন্তর্জাতিক ফ্লাইট ১৫% হ্রাস করবে, যাতে পরিস্থিতি সামলানো যায়। যাত্রীদের অর্থ ফেরতের বা পুনরায় বুকিংয়ের সুযোগও দেবে তারা। এখন দেখার আতঙ্ক কাটিয়ে কবে ছন্দে ফেরে দেশের ঐতিহ্যবাহী বিমান সংস্থা।

TwitterFacebookWhatsAppEmailShare

#air india, #Air India Flight, #Pune-Delhi Flight, #Bird Hit

আরো দেখুন