রাজ্য বিভাগে ফিরে যান

21st July TMC Martyrs’ Day: একুশে জুলাইয়ের প্রোমো প্রকাশ করল তৃণমূল, কী চমক রয়েছে এবার?

June 21, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:২৫: একুশে জুলাই শহিদ দিবসের প্রস্তুতি জোরকদমে শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। আগামী বছর বিধানসভা নির্বাচন, তার আগে এ বছরের একুশে জুলাই রাজনৈতিক দিক থেকে তৃণমূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের অভ্যন্তরে স্পষ্ট ইঙ্গিত, এবার শহিদ দিবসের মঞ্চ থেকেই ভোটযুদ্ধের সুর বেঁধে দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার সোশ্যাল মিডিয়ায় প্রোমো প্রকাশ করল তৃণমূল কংগ্রেস (TMC)। ফেসবুকে এই প্রোমো শেয়ার (Promo Share) করে ক্যাপশনে লেখা হয়েছে, এবারের শহিদ তর্পণ হবে ঐতিহাসিক। ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ। শনিবার প্রকাশ পেল প্রোমো। সেখানে শহিদদের নামের তালিকাও রয়েছে। বন্দনা দাস, মুরারী চক্রবর্তী, রতন মণ্ডল, বিশ্বনাথ রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অসীম দাস, কেশব বৈরাগী, শ্রীকান্ত শর্মা, দিলীপ দাস, রঞ্জিত দাস, প্রদীপ রায়, মহম্মদ খালেক, ইনু। ছাব্বিশের নির্বাচনের আগে জোর দেওয়া হয়েছে ২১ জুলাইয়ের সভায়। এই সভার প্রস্তুতি নিয়ে ইতিমধ্যেই বৈঠক করেছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।

এবারের একুশে জুলাই সর্বকালীন রেকর্ড জমায়েত করে ২৬’ এর ভোটের আগে বিজেপিকে বার্তা পৌঁছে দিতে চাইছে তৃণমূল। সেই আবহে জেলার সমস্ত প্রান্ত থেকে কর্মী সমর্থকরা কীভাবে আসবেন, তার প্রস্তুতিও প্রায় নিয়ে ফেলেছে তদৃণমূল। জানা যাচ্ছে, এবার ১৭ জুলাই থেকেই কর্মী-সমর্থকরা কলকাতায় এসে পড়বেন। ফলে তাঁদের থাকা- খাওয়ার ব্যবস্থা সেই দিন থেকেই করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#abhishek banerjee, #tmc, #21 July, #21 july martrys day, #Promo, #Mamata Banerjee

আরো দেখুন