ব্যবসা বিভাগে ফিরে যান

Black Money: সুইস ব্যাংকে ভারতীয় অর্থ বাড়লো তিনগুণেরও বেশি! কী বলবে BJP?

June 21, 2025 | 2 min read

লিখেছেন শুভম গাঙ্গুলী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১৫: BJP-র কালো টাকা উদ্ধারের প্রতিশ্রুতি কেবল একটি রাজনৈতিক নির্বাচনী স্লোগানের মতোই থেকে গেছে। ক্ষমতায় এলে উদ্ধার করবেন বিদেশে গচ্ছিত কালো টাকা (Indian Black Money)—এই প্রতিশ্রুতি নিয়ে ২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসেন। তখনকার দাবি ছিল, সেই উদ্ধারকৃত টাকার মাধ্যমে প্রত্যেক ভারতীয়ের ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জমা হবে এবং দেশের বিকাশে তা ব্যবহৃত হবে।

কিন্তু এই প্রতিশ্রুতি কেবল একটি রাজনৈতিক নির্বাচনী স্লোগানেই সীমাবদ্ধ থেকে গেছে, তা আবারও প্রমান হয়ে গেল। কারণ, সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক (Swiss National Bank – SNB) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ সালে সুইস ব্যাংকে জমা থাকা ভারতীয় অর্থের পরিমাণ হঠাৎ করেই তিনগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৭,৬০০ কোটি টাকা, যা প্রায় ৩.৫ বিলিয়ন সুইস ফ্রাঁ (CHF)। এই টাকার মূল্য ২০২১ সালের পর সর্বোচ্চ, যখন ভারতীয় অর্থের পরিমাণ ছিল ৩.৮৩ বিলিয়ন ফ্রাঁ, যা ছিল গত ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ।

তবে, এই বৃদ্ধি সাধারণ ভারতীয় নাগরিকদের customer deposits বা ব্যক্তিগত জমার কারণে নয়। বরং লোকাল ব্যাংক শাখা এবং বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের (financial institutions) মাধ্যমে জমা পড়া বিপুল অঙ্কের অর্থই এই বৃদ্ধির মূল কারণ।

ব্যক্তিগত customer deposits, যেটি নাগরিকদের সরাসরি অ্যাকাউন্টে রাখা টাকার পরিমাপ, তা খুব সামান্যই বেড়েছে – মাত্র ১১ শতাংশ। ২০২৪ সালে এই অঙ্ক দাঁড়িয়েছে ৩,৬৭৫ কোটি টাকা বা ৩৪৬ মিলিয়ন ফ্রাঁ, যা পুরো ভারতীয় অর্থের ১০ শতাংশ।

২০২৩ সালের তুলনায় এই পরিবর্তন তাৎপর্যপূর্ণ। সেই বছরে ভারতীয় অর্থের পরিমাণ ছিল মাত্র ১.০৪ বিলিয়ন ফ্রাঁ, যা ২০২২ সালের তুলনায় ৭০ শতাংশ কম – চার বছরে সর্বনিম্ন।

Swiss National Bank (SNB)-এর হিসেবে ২০২৩ সালের শেষে সুইস ব্যাংকগুলি ভারতীয় ক্লায়েন্টদের কাছে মোট যে অর্থের দায়ে (liabilities) ছিল, তার পরিমাণ ছিল ৩,৫৪৫.৫৪ মিলিয়ন ফ্রাঁ। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে অর্থগুলোকে:

  • ৩৪৬ মিলিয়ন ফ্রাঁ ছিল সরাসরি customer deposits, আগের বছরের ৩১০ মিলিয়ন ফ্রাঁ থেকে কিছুটা বৃদ্ধি।
  • ৩.০২ বিলিয়ন ফ্রাঁ রাখা হয়েছে অন্য ব্যাংকের মাধ্যমে – ২০২২ সালের ৪২৭ মিলিয়ন ফ্রাঁ থেকে এটি বিরাট বৃদ্ধি।
  • ৪১ মিলিয়ন ফ্রাঁ রাখা হয়েছে ফিডুশিয়ারিস বা ট্রাস্ট অ্যাকাউন্টে, যা আগের ১০ মিলিয়ন ফ্রাঁ থেকে বেড়েছে।
  • ১৩৫ মিলিয়ন ফ্রাঁ ছিল আদার আমাউন্টস (যেমন bonds, securities, financial products), যা আগের ২৯৩ মিলিয়ন ফ্রাঁ থেকে হ্রাস পেয়েছে।

সুইস ব্যাংকে ভারতীয় অর্থ হঠাৎ তিনগুণ বেড়ে যাওয়া নিয়ে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাবদিহি এখন অত্যন্ত জরুরি। যাঁরা এক সময় কালো টাকা ফিরিয়ে এনে দেশের প্রতিটি নাগরিকের অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁদের আমলেই বিদেশি ব্যাংকে ভারতীয় অর্থের পাহাড় গড়ে উঠছে – এটা কী ভাবে সম্ভব?

TwitterFacebookWhatsAppEmailShare

#Indians, #Swiss National Bank, #Modi Government, #black money

আরো দেখুন