দেশ বিভাগে ফিরে যান

IndiGo’s Guwahati-Chennai flight: ‘মে ডে’ কল পাইলটের! বেঙ্গালুরুতে জরুরি অবতরণে প্রাণ বাঁচল শতাধিক বিমান যাত্রীর

June 21, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০০: মাঝ আকাশে ‘মে ডে’ কল পাইলটের! জরুরি অবতরণে প্রাণ বাঁচল শতাধিক যাত্রীর। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটছে বেঙ্গালুরু বিমানবন্দরে। ইন্ডিগো বিমানটি (IndiGo Flight Declared ‘Mayday’) গুয়াহাটি থেকে চেন্নাই যাচ্ছিল।

এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিট নাগাদ গুয়াহাটি-চেন্নাইগামী বিমানের (IndiGo’s Guwahati-Chennai flight) জরুরি অবতরণের সময় রানওয়ের পাশে প্রস্তুত রাখা হয়েছিল চিকিৎসা ও দমকল কর্মীদের। যদিও শেষপর্যন্ত কোনও বিপদ ঘটেনি, নিরাপদেই অবতরণ করে বিমানটি।

দ্রুত সাহায্য চান। সাধারণত এটিসি এবং এটিসি-র আওতায় থাকা বিমানের মধ্যে রেডিও কমিউনিকেশনকে মে ডে কল বলা হয়। যা পেলে দ্রুত সাহায্যের বার্তা পাঠানো হয়। এই শব্দবন্ধ প্রথম ১৯২০ সালে চালু হয়েছিল। যা এখন বিশ্বব্যাপী ব্যবহার করা হয়। ‘মে’ডে, মে’ডে, মে’ডে’ সব সময় পরপর তিনবার উচ্চারণ করা হয়। তাহলেই এটিসি বুঝতে পারে বিমানটি কোনও বিপদে পড়েছে। আহমেদাবাদের লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানটির চালক বিপদ সংকেত দিয়েও ২৪২ জনের প্রাণ বাঁচাতে পারেননি।

TwitterFacebookWhatsAppEmailShare

আরো দেখুন