বিবিধ বিভাগে ফিরে যান

বাড়ি সারাইয়ের জন্য PF থেকে টাকা তোলার নতুন সুবিধা

June 22, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২৬: আপনি যদি একজন পিএফ (PF – Provident Fund) গ্রাহক হন এবং বাড়ি মেরামতের (renovation) জন্য অর্থের দরকার হয়, তাহলে আপনার জন্য সুখবর রয়েছে। ইপিএফও (EPFO – Employees’ Provident Fund Organisation) এবার নতুন নিয়ম চালু করেছে, যার ফলে বাড়ি সারাইয়ের জন্য PF অ্যাকাউন্ট থেকে কোনওরকম নথিপত্র ছাড়াই অগ্রিম (advance) টাকা তোলা যাবে। শুধু একটি সেল্ফ ডিক্লারেশন (self-declaration) জমা দিলেই মিলবে এই সুবিধা।

কী বলছে নতুন নিয়ম?

আগে বাড়ি তৈরি বা বড় কোনও খরচের জন্য PF অ্যাকাউন্ট থেকে অগ্রিম টাকা তোলা গেলেও, তার জন্য নির্দিষ্ট কিছু নথি জমা দিতে হত। কিন্তু এখন বাড়ি সারাইয়ের মতো প্রয়োজনীয় খাতে PF-এর টাকা তুলতে আর কোনও ডকুমেন্ট (document) জমা দিতে হবে না। শুধুমাত্র অনলাইন আবেদন (online application) এবং নিজের ঘোষণা (self-declaration) জানালেই টাকা মিলবে।

যাঁরা PF থেকে একবার বাড়ি তৈরির জন্য অগ্রিম নিয়েছেন, তাঁরাও ফের টাকা তোলার সুযোগ পাবেন বাড়ি মেরামতির প্রয়োজনে। তবে শর্ত রয়েছে – অগ্রিম নেওয়ার পর অন্তত ৫ বছর পরে পরবর্তী উইথড্রয়াল করতে পারবেন। আর বাড়ি মেরামতির জন্য দ্বিতীয়বার PF থেকে টাকা তুলতে হলে প্রথমবার সারাই বাবদ অগ্রিম নেওয়ার অন্তত ১০ বছর পরেই সেই সুযোগ মিলবে।

কত টাকা পাওয়া যাবে?

টাকা কতটা মিলবে, সেটা নির্ধারণ হবে এই তিনটি বিষয় দেখে:

১. এক বছরের বেসিক ও ডিএ (Basic + DA) মিলিয়ে মোট বেতন।

২. কর্মচারীর PF অ্যাকাউন্টে জমা থাকা টাকা (সুদ-সহ)।

৩. বাড়ি সারাইয়ের মোট খরচ

এই তিনটির মধ্যে যেটা সবচেয়ে কম, সেটুকুই PF থেকে অগ্রিম হিসেবে পাওয়া যাবে।

এই নতুন সুবিধা চালু করার জন্য EPFO ইতিমধ্যেই তাদের পোর্টালে (portal) প্রয়োজনীয় সফটওয়্যার আপডেট (software update) করে নিয়েছে। ফলে, গ্রাহকরা সহজেই অনলাইন আবেদন করে এই সুবিধা নিতে পারবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Money, #PF, #home renovation

আরো দেখুন