পহেলগাঁওয়ের জঙ্গিদের দুই আশ্রয়দাতা গ্রেপ্তার, প্রকাশ্যে হামলাকারীদের পরিচয়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০০: ২২ এপ্রিল বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন নিরীহ মানুষ। প্রায় দুই মাসের মাথায় জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করল তদন্তকারী সংস্থা এনআইএ। ওই দু’জন জঙ্গিদের আশ্রয় দিয়েছিলেন বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, ধৃতেরা তদন্তকারীদের কাছে স্বীকার করেছেন, পরিচয় জানার পরও তারা তিন পাক জঙ্গিকে আশ্রয় দেন এবং সাহায্য করেন।
এনআইএ জানিয়েছে, পারভেজ আহমেদ জোঠর এবং বসির আহমেদ জোঠরকে তারা গ্রেপ্তার করেছে। পহেলগাঁওয়ের বাটকোটের বাসিন্দা পারভেজ। বসিরের বাড়ি হিল পার্কে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই ধৃত স্বীকার করেছেন, পহেলগাঁও হামলায় জড়িত জঙ্গিদের যাতায়াত এবং থাকা-খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন তারা।
হিল পার্কে বসতিতে ছিল তিন জঙ্গি। প্রত্যেকেই সন্ত্রাসবাদী সংগঠন লশকর-ই-ত্যায়বারের সদস্য। সকলেই পাকিস্তানের নাগরিক।
ধৃত দুই জঙ্গি-আশ্রয়দাতার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের নামের তালিকায় ধৃত দু’জনের নামও ঢুকিয়েছে এনআইএ। পহেলগাঁও হামলার দু’মাসের মাথায় এই গ্রেপ্তারি তাৎপর্যপূর্ণ। এখন দেখার তদন্ত কোন পথে এগোয়, কবে ধরা পড়ে মূল অভিযুক্ত চার জঙ্গি!