BIG BREAKING ফের মিলে গেল দৃষ্টিভঙ্গির EXIT POLL, কালীগঞ্জ উপ নির্বাচনে সবুজ ঝড়, বাড়ল ব্যবধান
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩০: কালীগঞ্জ উপ নির্বাচনে সবুজ ঝড়। জয়ী হলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। ১৯ জুন দৃষ্টিভঙ্গির বুথফেরত সমীক্ষায় এমনই ইঙ্গিত পেয়েছিলেন সমীক্ষকেরা। কার্যত মিলে গিয়েছে দৃষ্টিভঙ্গির বুথফেরত সমীক্ষার ফলাফল।
এই প্রথম নয়, ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও দৃষ্টিভঙ্গির জনমত সমীক্ষা দেখিয়েছিল পশ্চিমবঙ্গে ২৯টি আসন পেতে চলছে তৃণমূল কংগ্রেস। ফলাফল বেরোনোর পর দেখা যায় তৃণমূল কংগ্রেস ২৯টি আসনে জয়লাভ করেছে।
দেখুন সেই ভিডিও:
১৯ জুন অর্থাৎ উপ নির্বাচনের দিন কালীগঞ্জজুড়ে সমীক্ষা করেছিলেন দৃষ্টিভঙ্গির ২৬ জন সমীক্ষক। বুথফেরত সমীক্ষার ফলাফলে দেখা গিয়েছিল ৫৭ শতাংশ ভোটে পেতে পারে তৃণমূল। দ্বিতীয় স্থানে থাকতে পারে বিজেপি, তাদের ঝুলিতে যেতে পারে ২৭ শতাংশ ভোটে। বাম-কংগ্রেসে যেতে ১৩ শতাংশ ভোট। অন্যান্যদের ঝুলিতে যেতে পারে বাকি তিন শতাংশ ভোট।
দেখুন সেই ভিডিও:
২৩ জুন ইভিএম খুলতেই দেখা গেল ১৬ রাউন্ডের পর ৫৭.৫৬ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। বিজেপি ও বাম-কংগ্রেস পেয়েছে যথাক্রমে ২৩.৮৬ শতাংশ ও ১৭.২৭ শতাংশ ভোট।
মে মাসে একটি কালীগঞ্জ উপনির্বাচন নিয়ে একটি Opinion Poll করে দৃষ্টিভঙ্গি। সেই জনমত সমীক্ষায় দেখা যায় তৃণমূল কংগ্রেস ৫৬% ভোট পেয়ে জয়ী হতে পারে।
দেখে নিন সেই সমীক্ষা:
২৩ জুন ইভিএম খুলতেই দেখা গেল ৫৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। বিজেপি ও বাম-কংগ্রেস পেয়েছে যথাক্রমে ২৮ শতাংশ ও ১৫ শতাংশ ভোট।